‘দালিলিক প্রমাণ পেলেই এস কে সিনহার বিরুদ্ধে ব্যবস্থা’

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০১৮, ০৫:৫৭ পিএম
ফাইল ফটো

ঢাকা: দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ জানিয়েছেন, আইনমন্ত্রীর কথায় নয়, দালিলিক প্রমাণ পেলেই সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

সোমবার (২৪ সেপ্টেম্বর) সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্তের বিষয়ে এসব কথা বলেন তিনি।

এর আগে শুক্রবার (২৩ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেছিলেন, সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা একজন দুর্নীতিবাজ।

আইনমন্ত্রীর এমন বক্তব্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, তথ্যপ্রমাণ ছাড়া এস কে সিনহার দুর্নীতির বিষয়ে কারো কথায় মামলা হবে না। তার বিরুদ্ধে দালিলিক প্রমাণ পেলেই ব্যবস্থা নেয়া হবে।

সোনালীনিউজ/এমএইচএম