অনশনে চার স্বতন্ত্র প্রার্থী

  • ঢাবি প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ১২, ২০১৯, ১০:৪৬ পিএম

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) পুনর্নির্বাচনের ভোটের দাবিতে আমরণ অনশনে বসেছেন অনুষ্ঠিত নির্বাচনের চার স্বতন্ত্র প্রার্থী।

মঙ্গলবার (১২ মার্চ) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকার রাজু ভাস্কর্যের পাদদেশে অনশন শুরু করেন।

অনশনে বসা চার জন হলেন তাওহীদ তানজিম, শোয়েব মাহমুদ, অনিন্দ্য মণ্ডল ও মাইন উদ্দিন। এর মধ্যে তাওহীদ তানজিম ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। বাকি তিন জনই হল সংসদের বিভিন্ন পদে প্রার্থী ছিলেন।

এ বিষয়ে শোয়েব মাহমুদ বলেন, শিক্ষকদের নিয়ন্ত্রণে জালিয়াতি ও ত্রুটিপূর্ণ নির্বাচন হয়েছে। যেটি আমাকে লজ্জিত করেছে। সেই লজ্জাবোধ থেকেই আমি অনশনে বসেছি। আমরা চাই একিটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন।

তাওহীদ তানজিম বলেন, আমি হারতে রাজি আছি। কিন্তু সেটি হতে হবে একটি সুষ্ঠু নির্বাচন। আমি কান্না পর্যন্ত করেছি। কোনোভাবেই মানতে পারিনি, এতদিন পর অনুষ্ঠিত ডাকসু নির্বাচন শেষ পর্যন্ত এইরকম একটি প্রহসনের নির্বাচনে পরিণত হবে।

অপরদিকে প্রগতিশীল ছাত্র ঐক্য ও স্বতন্ত্র জোট তাদের প্রতি সমর্থন জানিয়েছে।

সোনালীনিউজ/এমএইচএম