তিউনিশিয়া ট্র্যাজিডি : দেশে ফিরেছেন ১৫ বাংলাদেশি

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ২১, ২০১৯, ০৯:৩৯ এএম

ঢাকা: ভূমধ্যসাগরের তিউনিসিয়া উপকূলে নৌকাডুবির ঘটনায় বেঁচে যাওয়া ১৫ বাংলাদেশি দেশে ফিরেছেন। মঙ্গলবার (২১ মে) ভোরে তাদের বহন করা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

গত ৯ মে গভীর রাতে লিবিয়ার উপকূল থেকে ৭৫ জন অভিবাসী একটি বড় নৌকায় করে ইতালির উদ্দেশে রওনা হন। গভীর সাগরে তাদের বড় নৌকাটি থেকে অপেক্ষাকৃত ছোটো একটি নৌকায় তোলা হলে কিছুক্ষণের মধ্যে সেটি ডুবে যায়। এতে ৬০ জন প্রাণ হারান।

তিউনিসিয়ায় রেড ক্রিসেন্টের কর্মকর্তা মঙ্গি স্লিম বলেন, নৌকাটিতে প্রায় ৭৫ জন আরোহী ছিলেন। তাদের সবাই পুরুষ। তাদের মধ্যে ৫১ জনই বাংলাদেশি।  আর ডুবে যাওয়াদের মধ্যে ১৬ জনকে জীবিত উদ্ধার করা হয়। এদের মধ্যে ১৪ জন বাংলাদেশি। লাশ উদ্ধার করা হয় তিনটি।

মঙ্গি স্লিম জানান, গত ১২ মে সকালে সাগর থেকে তাদের উদ্ধার করা হয়। পরে তাদেরকে জারযিজ শহরের তীরে নিয়ে আসেন তিউনিশিয়ার জেলেরা। এরপর তাদের জারযিজের একটি আশ্রয়কেন্দ্রে রাখা হয়।

উদ্ধার হওয়া অভিবাসীরা জানান, ঠাণ্ডা সাগরের পানিতে তারা প্রায় আট ঘণ্টা ভেসে ছিলেন।


সোনালীনিউজ/ঢাকা/আকন