জনসমর্থন থাকলে কেউ ক্ষমতাচ্যুত করতে পারবে না : কৃষিমন্ত্রী

  • টাঙ্গাইল প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ২৪, ২০২৩, ০৫:২৫ পিএম

টাঙ্গাইল : বিদেশিদের সমর্থনের কোনো দরকার আমাদের নেই। আমরা চাই জনগণের সমর্থন। জনগণ এই দেশের মালিক। জনগণের সমর্থন যদি থাকে বিদেশি শক্তি আমাদের ক্ষমতাচ্যুত করতে পারবে না। আমরা বিদেশি সাহায্য চাই না। আমরা চাই জনগণের সমর্থন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।

শনিবার (২৪ জুন) দুপুরে টাঙ্গাইলের মধুপুরে জেলা পরিষদ মিলনায়তনে শিক্ষক ফেডারেশনের আত্মপ্রকাশ ও শুভ উদ্বোধন অনুষ্ঠানে কৃষিমন্ত্রী এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, পদ্মা সেতু, ফোর লেন সড়ক, পোর্ট, খাদ্য উৎপাদন বৃদ্ধি, গ্রামের উন্নয়ন, বাড়িতে বাড়িতে বিদ্যুৎ, শিল্প-কারখানা, গ্রামে গ্রামে ইন্টারনেট, আইসিটি, কম্পিউটারসহ সার্বিক যে উন্নয়ন করেছি তা দৃশ্যমান। উন্নয়নের কারণে জনগণের আমাদের সাথে রয়েছে। জনগণের আমাদের প্রতি সমর্থন নির্বাচনে প্রমাণিত হবে।

শিক্ষকদের উদ্দেশে মন্ত্রী বলেন, বর্তমান সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো স্কুল-কলেজ-মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন করা। শিক্ষার মান উন্নয়নে ভূমিকা রাখতে হবে। সত্য প্রতিষ্ঠা করতে আমাদের সহযোগিতা করতে হবে। শিক্ষকদের সম্মিলিতভাবে এ কাজে অগ্রণী ভূমিকা রাখতে হবে।

মধুপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. ইয়াকুব আলী, মধুপুর পৌর আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র সিদ্দিক হোসেন খান, শিক্ষক ফেডারেশনের আহবায়ক আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমিন, মধুপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুশীল কুমার দাসসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।

সোনালীনিউজ/এমটিআই