ঢাকা: ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। বুধবার (১৬ এপ্রিল) হাইকমিশনারের সঙ্গে এনসিপির নেতাদের বৈঠকের এ তথ্য জানিয়েছে ব্রিটিশ হাইকমিশন।
হাইকমিশন জানায়, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক রাজনৈতিক দলগুলোর সঙ্গে একাধিক বৈঠকের অংশ হিসাবে এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং অন্য নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
[247701]
বৈঠকে বাংলাদেশকে যুক্তরাজ্যের সমর্থন ও গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক এবং সমৃদ্ধ ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া নিয়ে তারা আলোচনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা।
আইএ