ঢাকা: ভারত-পাকিস্তান সংঘাত নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে পোস্ট করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (৭ মে) সন্ধ্যায় দেওয়া পোস্টে সামরিক হামলার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ সমাধানে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
ফেসবুক পোস্টে তারেক রহমান লিখেছেন, ‘যেহেতু আশপাশে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে, তাই আমরা সামরিক হামলার নিন্দা জানাই এবং ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। আমরা সংশ্লিষ্ট সকলকে সংযম প্রদর্শন এবং সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের জন্য পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাই। অভিন্ন স্বার্থ এবং আকাঙ্ক্ষার ওপর নির্মিত একটি স্থিতিশীল এবং শান্তিপূর্ণ অঞ্চল সকলের সর্বোত্তম স্বার্থে কাজ করে।
জম্মু-কাশ্মিরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঠিক দুই সপ্তাহ পর ভারত মধ্যরাতে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মিরের অন্তত ৯টি লক্ষ্যে আঘাত হানে। প্রায় ২৫ মিনিটব্যাপী চালানো এই অভিযানে ভারতের পক্ষ থেকে ছোড়া হয় অন্তত ২৪টি ক্ষেপণাস্ত্র। ভারতীয় সেনাবাহিনীর দাবি, এতে পাকিস্তানে প্রায় ৭০ জন নিহত হয়।
পাকিস্তানের সেনাবাহিনী অবশ্য ভিন্ন দাবি করেছে। তাদের মতে, এই হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন। হামলার পরপরই কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর শুরু হয় ব্যাপক গুলিবিনিময়। এতে ভারত-শাসিত কাশ্মিরে নিহত হয়েছেন অন্তত ১০ জন, আহত ৩০ জনেরও বেশি।
পাকিস্তান জানিয়েছে, তারা অন্তত পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে। তবে ভারতীয় কর্তৃপক্ষ এখন পর্যন্ত জম্মু-কাশ্মীর এলাকায় তিনটি বিমান বিধ্বস্ত হওয়ার কথা স্বীকার করেছে।
আইএ