ঢাকা : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “শেখ হাসিনা মানবজাতির কলঙ্ক। শুধু জুলাই গণঅভ্যুত্থানই নয়, দেড় যুগেরও বেশি সময় ধরে দেশে গণহত্যা চালিয়েছে হাসিনা। সেজন্য জন্য তাকে কখনো ক্ষমা করা যাবে না।”
রোববার (২০ জুলাই) রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দিয়ে তিনি কথাগুলো বলেন।
বিএনপি মহাসচিব বলেন, নিজেদের মধ্যে ভিন্নমত থাকলেও, সবাইকে নিয়ে রেইনভো নেশন তৈরি করতে চায় বিএনপি। যারাই গণঅভ্যুত্থানে শহিদ হয়েছেন, তাদের পাশে দাঁড়াতে হবে। শহিদের জন্য কিছু করতে না পারলে জাতি কখনো আমাদের ক্ষমা করবে না।
মির্জা ফখরুল বলেন, অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচন হবে। আশা করি সেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার নির্বাচিত হবে।
পিএস