তারেকের পথে ট্রাভেল পাসেই জটিলতা!

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৫, ০৭:০০ পিএম
ফাইল ছবি

ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। তবে পাসপোর্ট সংক্রান্ত জটিলতার কারণে তার দেশে ফেরার পথ নিয়ে নানা প্রশ্ন উঠেছে। বাংলাদেশি হিসেবে তিনি দেশে ফেরার জন্য এখনো ট্রাভেল পাস নিতে পারেননি।

রাজনৈতিক কারণে লন্ডনে নির্বাসিত তারেক রহমানের পাসপোর্ট মেয়াদ শেষ হওয়ার পর তিনি আর বাংলাদেশের পাসপোর্ট পাননি। সরকারের সুযোগ থাকলেও তিনি নিজে আবেদন করেননি। এ কারণে দেশে ফেরার জন্য তাকে ট্রাভেল পাস নিয়ে আসতে হবে।

এ পর্যন্ত জানা যায়, ১৭ ডিসেম্বর পর্যন্ত তিনি বাংলাদেশ হাইকমিশনের কাছে ট্রাভেল পাসের আবেদন করেননি। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, রাত পর্যন্ত তারেক রহমান ট্রাভেল পাস চাননি। সরকার আগেই জানিয়েছিল, চাইলে ২৪ ঘণ্টার মধ্যে এটি দেওয়া সম্ভব।

সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলছেন, ট্রাভেল পাস কেবল বাংলাদেশে ফেরার জন্য ইস্যু করা হয়। দেশে আসার পরই এর কার্যকারিতা শেষ হয়।

২০০৮ সালের সেপ্টেম্বরে যুক্তরাজ্যের লন্ডনে নির্বাসিত হন তারেক রহমান। ২০১০ সালের ৩ জুন তার পাসপোর্টের মেয়াদ শেষ হয়। এরপর আওয়ামী লীগের আমলে পাসপোর্ট নবায়ন সম্ভব হয়নি। ধারণা করা হয়, এরপর তিনি যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করেন।

নির্বাচনে অংশ নিতে হলে তারেক রহমানকে ভোটার হতে হবে। লন্ডনে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে তিনি ভোটার হতে পারবেন এবং পরে সশরীরে বা প্রতিনিধির মাধ্যমে মনোনয়ন দাখিল করতে পারবেন। মনোনয়ন দাখিলের জন্য সরাসরি দেশে আসার বাধ্যবাধকতা নেই।

এর আগে মঙ্গলবার যুক্তরাজ্যে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তারেক রহমান দেশে ফেরার তারিখ নিশ্চিত করেন। ২৫ ডিসেম্বর বেলা ১১টার পর তিনি লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় পৌঁছবেন। তার সঙ্গে তার মেয়ে থাকবেন।

এসএইচ