ঢাকা: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচনী রোডম্যাপের অপেক্ষায় রয়েছে বিএনপি। তিনি বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে যেসব ভোটকেন্দ্র গড়ে তোলা হয়েছে, সেগুলো বাতিল করে প্রকৃত অর্থে ভোটারবান্ধব কেন্দ্র স্থাপন করতে হবে। ফ্যাসিবাদের সময় যেসব কেন্দ্র করা হয়েছে, সেগুলো সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ও গণবিচ্ছিন্ন।
মঙ্গলবার (১৯ আগস্ট) জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় দলের কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন।
রুহুল কবির রিজভী আরও বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য এমন পরিবেশ তৈরি করতে হবে যাতে ভোটাররা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেতে পারেন এবং ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। ভোটকেন্দ্রে ভীতি, বাধা কিংবা কোনো ধরনের হয়রানি বরদাস্ত করা হবে না। সরকারের দায়িত্ব হচ্ছে জনগণের ভোটাধিকার নিশ্চিত করা।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করেন, ছাত্রদলের মনোনয়ন ক্রয় ঠেকাতে সেখানে মব তৈরি করা হয়েছে। শুধু ডাকসু নয়, সারাদেশেই একইভাবে আইন বহির্ভূতভাবে মব গঠন করে বিরোধী মতকে দমন করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।
ওএফ