আগামী সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলামের আমির শাহ মুহিবুল্লাহ বাবুনগরী। শুক্রবার (৩ অক্টোবর) রাতের সমাবেশে চট্টগ্রামের হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চবিদ্যালয় মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। সম্মেলন আয়োজন করেছিল হাটহাজারী উপজেলা হেফাজত শাখা।
বাবুনগরী বলেন, কুফরি যাতে প্রতিষ্ঠা করতে না পারে, আগামী নির্বাচনে আসলই কোনো ভোট দেওয়া যাবে না। যারা পূজা আর রোজাকে এক সমান হিসেবে দেখে—এসব কি ইসলাম? আমাদের নবী ও রাসূলরা যেই সরল পথে চলেছেন, সেই পথে আমাদেরও চলতে হবে। তাহলেই দুনিয়া ও আখিরাত ঠিক থাকবে। সাহাবা কেরাম সত্যের মাপকাঠি; তাদের দেখানো পথ সোজা পথ।
তিনি আরও যুক্ত করেন, জামায়াত একটি ভণ্ড ইসলামী দল—সহিহ (সঠিক) দল নয়। তাদের আদর্শ মদিনার ইসলাম নয়, তারা মওদুদীর ইসলাম প্রতিষ্ঠা চায়। যদি মওদুদীর মতাদর্শ আঁকড়ে ধরা হয়, তাহলে ইমান থাকে না। জামায়াতকে আমরা কখনোই ইসলামী দল হিসেবে কবূল করি না এবং তাদের সঙ্গে ঐক্য সম্ভাব্য নয়।
এম