ছাত্ররা উপদেষ্টা পরিষদে না থাকলে এই সরকার তিন মাসও টিকত না: নাহিদ ইসলাম

  • নিউজ ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ৫, ২০২৫, ১২:১০ পিএম

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের ভূমিকা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন সাবেক উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেছেন, বর্তমান উপদেষ্টা পরিষদের একাধিক সদস্য রাজনৈতিক দলের সঙ্গে আঁতাত করে নিজেদের ‘সেফ এক্সিট’ বা নিরাপদ প্রস্থানের পথ তৈরি করছেন।

ছাত্রনেতাদের উপদেষ্টার আসনে বসানো ভুল ছিল কি না, এমন প্রশ্নে নাহিদ ইসলাম বলেন, ছাত্রদের উপস্থিতি না থাকলে এই সরকার তিন মাসও টিকত না। 

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে এসব মন্তব্য করেন নাহিদ ইসলাম।

নাহিদ বলেন, আমরা যারা সরকারে ছিলাম, তারা অনেক উপদেষ্টাকে বিশ্বাস করেছিলাম। কিন্তু এখন স্পষ্ট, আমাদের সেই বিশ্বাস ছিল ভুল। অনেকেই জনগণের স্বার্থের চেয়ে নিজেদের আখের গোছানোর দিকেই বেশি মনোযোগী হয়েছেন।

তিনি আরও বলেন, ছাত্র নেতৃত্বকে উপেক্ষা করে বুদ্ধিজীবী ও সুশীল সমাজকে জায়গা দেওয়ার সিদ্ধান্ত ছিল কৌশলগত ভুল। যদি আমরা ছাত্র সমাজকে প্রাধান্য দিতাম এবং সরকারে সম্মিলিতভাবে যেতাম, তাহলে এই হতাশা তৈরি হতো না।

সাক্ষাৎকারে সাবেক এই উপদেষ্টা সরাসরি অভিযোগ করেন— অনেক উপদেষ্টা গণআন্দোলনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। কেউ কেউ নিজেদের আখের গুছিয়েছেন, আবার কেউ গোপনে রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। সময় হলে আমরা তাদের নাম প্রকাশ করব।

নাহিদের ভাষায়, তারা মনে করছেন রাজনৈতিক দলের সমর্থন ছাড়া সরকার চালানো সম্ভব নয়। ফলে তারা নিজেরা রাজনৈতিক ছায়ায় ঢুকতে শুরু করেছেন।

সরকার গঠনের পর প্রথম ছয় মাস নানা পক্ষ থেকে সরকার উৎখাতের ষড়যন্ত্র চলেছে। এখনো মাঝেমধ্যে সেই তৎপরতা দেখা যায়। উল্লেখ করে  নাহিদ বলেন, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্র নেতারা ছিল প্রথম প্রতিরক্ষা। ইতিহাসের প্রয়োজনেই তখন আমরা দায়িত্ব কাঁধে নিয়েছিলাম।

নাহিদ ইসলাম মনে করেন, সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে অন্তর্বর্তী সরকার গঠন না করে যদি রাজনৈতিক দল ও নাগরিক সমাজ মিলিয়ে একটি জাতীয় সরকার গঠন করা হতো, তাহলে ছাত্রদের কাঁধে এই অতি ভারী দায়িত্ব চাপত না। এতে হতাশাও তৈরি হতো না।

এম