সব দলের জন্য সমান সুযোগ চায় জামায়াতে ইসলামী

  • নিউজ ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৫, ০৯:২৮ এএম

বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার আহ্বান জানিয়েছে। দলটি বলছে, একটি নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ ও স্বাধীন রাজনৈতিক কর্মকাণ্ডের পরিবেশ অপরিহার্য।

মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীতে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এ আহ্বান জানানো হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলটির আমির ডা. শফিকুর রহমান। এতে দলের নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেলসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে উদ্ভূত প্রেক্ষাপট নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।

বিজ্ঞপ্তিতে জুলাই জাতীয় সনদকে দেশের রাজনৈতিক ইতিহাসে একটি "গুরুত্বপূর্ণ মাইলফলক" হিসেবে উল্লেখ করে, গণভোটের মাধ্যমে এই সনদকে আইনি বৈধতা দেওয়ার দাবি জানানো হয়। একই সঙ্গে আগামী জাতীয় সংসদ নির্বাচন ওই সনদের ভিত্তিতে অনুষ্ঠানের আহ্বান জানায় দলটি।

জামায়াত জানায়, "দেশের জনগণ একটি অবাধ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন চায়। তাই আমরা জোর দিয়ে বলছি—সব রাজনৈতিক দল যেন সমান অধিকার নিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ পায়, সেই পরিবেশ নিশ্চিত করতে হবে।"

দলটি তাদের পূর্ব ঘোষিত পাঁচ দফা দাবির প্রতি আবারও অঙ্গীকার পুনর্ব্যক্ত করে এবং তা বাস্তবায়নে দলীয় কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষেরও সক্রিয় অংশগ্রহণ কামনা করে।

বৈঠকে জাতীয় কল্যাণ, ন্যায়ের প্রতিষ্ঠা এবং একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সর্বস্তরের মানুষের সহযোগিতা ও দোয়ার আহ্বান জানানো হয়।

এম