ঢাকা: ঢাকা-৮ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির জরুরি সভা রোববার বিকেলে মহানগরী দক্ষিণ কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারী (ঢাকা-৮ আসন কমিটির পরিচালক) মুহাম্মদ শামছুর রহমান।
সভায় কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর আব্দুস সবুর ফকির, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা-৮ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট ড. হেলাল উদ্দিন, মহানগরীর কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোকাররম হোসাইন খান, মুহাম্মদ শরিফুল ইসলামসহ ঢাকা-৮ সংসদীয় এলাকার সকল থানা আমীর, নায়েবে আমীর, সেক্রেটারী ও সহকারী সেক্রেটারিবৃন্দ উপস্থিত ছিলেন।
মো. নূরুল ইসলাম বুলবুল প্রধান অতিথির বক্তব্যে বলেন, ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করতে হবে, জাতি কোনো তামাশা মেনে নেবে না। তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন সম্পন্ন করার প্রতিশ্রুতি দিয়েছে। নির্বাচন কমিশনও যথা সময়ে প্রস্তুতি নিচ্ছে এবং ডিসেম্বরের ১০ বা ১১ তারিখ তফসিল ঘোষণা করার পরিকল্পনা রয়েছে। কিন্তু একটি দল সংঘবদ্ধভাবে নির্বাচনে চক্রান্ত করছে। কোনো চক্রান্ত বা ষড়যন্ত্রে নির্বাচনের রোডম্যাপ পরিবর্তন করা যাবে না।
তিনি নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণ আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জামায়াতে ইসলামীর প্রতি যেভাবে গণজোয়ার সৃষ্টি হয়েছে, সেই ধারা বজায় রাখতে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে সকল স্তরের নেতাকর্মীর ত্যাগ ও কুরবানির আহ্বান জানান। ইসলামি কল্যাণ রাষ্ট্র গঠনের মাধ্যমে সুখী, সমৃদ্ধ, বৈষম্যহীন এবং মানবিক বাংলাদেশ বিনির্মাণে সকলকে নিঃস্বার্থ ভূমিকা রাখার নির্দেশ দেন।
সভাপতির বক্তব্যে মুহাম্মদ শামছুর রহমান বলেন, দাঁড়িপাল্লা প্রতীকের প্রতি মানুষের সমর্থন ও ভালোবাসা দেখে কিছু কুচক্রী মহল অপপ্রচার চালাচ্ছে। তিনি জানান, কোনো অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে জনগণের ভালোবাসা ও সমর্থন অর্জনের লক্ষ্যে ঢাকা-৮ আসনের সর্বস্তরের নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা অব্যাহত রাখতে হবে।
সভা শেষে নেতৃবৃন্দ একমত হয়েছেন, নির্বাচনী প্রস্তুতি জোরদার করা এবং জনগণের আস্থা ও সমর্থন ধরে রাখতে একযোগে কাজ অব্যাহত রাখার জন্য।
এসএইচ