জামায়াত নিয়ে হেফাজত আমিরের বক্তব্য ব্যক্তিগত, সংগঠনের নয়: মামুনুল হক

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৫, ০৩:৫৬ পিএম
ফাইল ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্পর্কে হেফাজতে ইসলামের আমিরের বক্তব্য তাঁর ব্যক্তিগত মতামত বলে জানিয়েছেন সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। তিনি বলেন, এই বক্তব্যের দায় সংগঠন নেবে না।

সোমবার (১৩ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মামুনুল হক এ মন্তব্য করেন। সংবাদ সম্মেলনে হেফাজতের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী এবং মহাসচিব সাজিদুর রহমান উপস্থিত ছিলেন।

মামুনুল হক বলেন, হেফাজতে ইসলাম একটি অরাজনৈতিক সংগঠন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা বা রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়া আমাদের নীতিমালায় নেই। আমাদের আমির সাধারণত ধর্মীয় বিষয়ে বক্তব্য দেন। তিনি যদি কোনো রাজনৈতিক বক্তব্য দিয়ে থাকেন, সেটি সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত মতামত। সংগঠন কোনো সিদ্ধান্ত নিলে সেটি আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

তিনি আরও বলেন, আমাদের সংগঠনের কোনো নেতা বা কর্মী ব্যক্তিগতভাবে রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকলে সেটি তাঁর ব্যক্তিগত স্বাধীনতা। হেফাজতে ইসলাম সাংগঠনিকভাবে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়।

সংবাদ সম্মেলনে মহাসচিব সাজিদুর রহমান বলেন, সরকার প্রাথমিক বিদ্যালয়ে নাচ-গানের শিক্ষক নিয়োগ দিয়েছে, যা আমাদের ইসলামী সংস্কৃতির পরিপন্থী। জনগণ চায় না শিক্ষাপ্রতিষ্ঠানে গান-বাজনা শেখানো হোক। আমরা সরকারকে অনতিবিলম্বে সঙ্গীত শিক্ষক নিয়োগ বাতিল করে সব বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের নতুন বিধিমালা প্রণয়নের আহ্বান জানাচ্ছি।

তিনি আরও দাবি করেন, কুরআন অবমাননার ঘটনায় সর্বোচ্চ শাস্তির বিধান রেখে আইন প্রণয়ন করতে হবে।

এসএইচ