সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া শেখ হাসিনার একটি হাসপাতালের ছবিকে ঘিরে শুরু হয়েছে বিভ্রান্তি। যমুনা টিভির আদলে তৈরি একটি ভুয়া “ফটোকার্ডে” দাবি করা হচ্ছে—আওয়ামী লীগ নিষিদ্ধের খবর জানার পর ভারতের নয়াদিল্লির অ্যাপোলো হাসপাতালে শেখ হাসিনা হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।
তবে অনুসন্ধানে দেখা গেছে, ভাইরাল হওয়া ছবিটি মোটেও শেখ হাসিনার নয়। ফ্যাক্টচেকিং সংস্থা ফ্যাক্টওয়াচ জানিয়েছে, এটি ভারতের এক ৮২ বছর বয়সী নারী যাত্রীর ছবি, যিনি দিল্লি বিমানবন্দরে হুইলচেয়ার না পেয়ে হাঁটতে বাধ্য হয়েছিলেন এবং পরবর্তীতে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন।
ফ্যাক্টওয়াচের তদন্তে জানা গেছে, ২০২৫ সালের ৮ মার্চ ভারতীয় সংবাদমাধ্যম ফার্স্টপোস্ট-এর একটি প্রতিবেদনে ওই নারীর আসল ছবি প্রকাশিত হয়েছিল। পরে সেটির মুখ এডিট করে শেখ হাসিনার মুখ বসানো হয়। নারীটির নাম রাজ পাসরিচা, যিনি এক সাবেক সেনা কর্মকর্তার বিধবা স্ত্রী।
হিন্দুস্তান টাইমস–এর প্রতিবেদন অনুযায়ী, রাজ পাসরিচা ৪ মার্চ দিল্লি থেকে বেঙ্গালুরু যাচ্ছিলেন এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে। আগে থেকেই হুইলচেয়ার বুক করা থাকলেও এয়ারলাইন কর্তৃপক্ষ সেটি সরবরাহ করেনি। এতে তিনি দীর্ঘ পথ হাঁটতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন এবং পরে হাসপাতালে ভর্তি হন।
ভাইরাল “ফটোকার্ডটি” যমুনা টিভির ফরম্যাটে বানানো হলেও ১৩ মে তারিখে যমুনা টিভির কোনো অফিসিয়াল পোস্ট বা সংবাদে এমন কিছু পাওয়া যায়নি। বরং, ছবিটি এবং দাবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে অজ্ঞাত উৎস থেকে ছড়ানো হয়েছে।
ফ্যাক্টওয়াচ বলেছে, “এই ঘটনা ঘটে ৮ মার্চ—অর্থাৎ আওয়ামী লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন জারি হওয়ার দুই মাস আগেই। তাই শেখ হাসিনার নামে প্রচারিত ছবিটি ভুয়া ও বিকৃত।”
এম