মনোনয়ন বঞ্চিতদের মন খারাপ হওয়াটাকে সম্মান করতে হবে: রুমিন ফারহানা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৫, ১১:৫৫ এএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ২৩৭টি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে। তবে দলের একাধিক মনোনয়নপ্রত্যাশী থাকায় অনেক আসনে এখনও প্রার্থী ঘোষণা করা হয়নি। অনেকে চাইলেও মনোনয়ন পাননি।

মনোনয়ন না পাওয়া নেতাকর্মীরা রাতেই টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন। বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেছেন, এই নেতাকর্মীদের আবেগ ও বিক্ষোভকে সম্মান করতে হবে। তিনি বলেন, এত নেতাকর্মীর ভালোবাসা, ত্যাগ, শ্রম ও ঘামেই আমরা এত দূর এসেছি যে আমরা মনোনয়ন প্রত্যাশা করতে পারি। তাদের মন খারাপ হওয়াটাকেই আমাদের সম্মান করতে হবে।

একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে রুমিন ফারহানা আরও জানান, মনোনয়ন দেওয়ার আগে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলের সঙ্গে বারবার বসে আলোচনা করেছেন। তিনি বলেছেন, “সবাইকে মনোনয়ন দেওয়া সম্ভব নয়। ৩০০ আসনের মধ্যে ৩০০ জনকেও দেওয়া যাবে না। তবে দলের মধ্যে অন্য কোনোভাবে তাদেরকে সুযোগ দেওয়া হবে।”

তিনি বলেন, প্রতিটি আসনে ১০ জন পর্যন্ত মনোনয়নপ্রত্যাশী থাকায় একজনকে বাছাই করা খুবই কঠিন। তাই সিদ্ধান্ত নেওয়া সহজ নয়।

নির্বাচনের সময় অনেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াতে পারেন—এমন প্রশ্নে রুমিন ফারহানা জানান, দল ইতিমধ্যেই সম্ভাব্য তালিকা তৈরি করেছে। তবে ৬৩টি আসন এখনও ঘোষণা হয়নি। ফলে কে স্বতন্ত্র দাঁড়াবেন বা কাদের সম্ভাবনা আছে—এটি দ্রুত বলা সম্ভব নয়।

এম