বিএনপি-জামায়াতের টানাপোড়েনে এনসিপি, জোটে নয় যা ভাবছে দলটি

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৫, ০৩:১৪ পিএম
প্রতীকী ছবি

বড় দুই রাজনৈতিক দলের নজর এখন এক নতুন শক্তির দিকে-জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। জুলাই অভ্যুত্থানের পর বদলে যাওয়া রাজনৈতিক বাস্তবতায় বিএনপি ও জামায়াত উভয় দলই এই নবীন দলটিকে নিজেদের জোটে টানতে মরিয়া হয়ে উঠেছে। পর্দার আড়ালে চলছে নানামুখী যোগাযোগ, আশ্বাস ও আসন প্রস্তাব। কিন্তু এনসিপির অবস্থান পরিষ্কার-জোট নয়, তারা এককভাবেই নির্বাচন করবে।

দলের নেতারা বলছেন, স্বতন্ত্র রাজনৈতিক অবস্থান ধরে রাখতে চায় এনসিপি। ক্ষমতার সিঁড়িতে উঠতে গিয়ে পরিচয় ও মতাদর্শ হারানোর নজির বাংলাদেশে নতুন নয়। সেই ভুলের পুনরাবৃত্তি তারা করতে চান না।

গত শুক্রবার রাতে রাজধানীতে বিএনপির এক নেতার বাসায় এনসিপির কয়েকজন শীর্ষ নেতার সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক হয়। বিএনপির পক্ষ থেকে সেখানে ৮ থেকে ১০টি আসন ছেড়ে দেওয়ার প্রস্তাব আসে। কিন্তু এনসিপি নেতারা তা নাকচ করে দেন। বৈঠক শেষে এক কেন্দ্রীয় নেতা বলেন, ‘ছোট দল বড় দলে মিশে গেলে মতাদর্শ হারিয়ে যায়। আমরা সেটা চাই না।’

তাদের কথায় ঘুরে আসে অতীতের অভিজ্ঞতা। স্বাধীনতা-পরবর্তী সময়ে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) নেতা হাসানুল হক ইনু ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন একসময় ছিলেন স্বাধীন বামপন্থি রাজনীতির প্রতীক। কিন্তু আওয়ামী লীগের সঙ্গে জোটে গিয়ে সেই অবস্থান হারিয়ে ফেলেন। গত দেড় দশক আওয়ামী সরকারের প্রশংসায় সীমাবদ্ধ থেকে তারা নিজের দলগুলোকেও রাজনৈতিক প্রাসঙ্গিকতা থেকে দূরে সরিয়ে ফেলেছেন।

এনসিপির এক নেতা বলেন, ‘ইনু-মেননের দলগুলোর পরিণতি আমাদের চোখের সামনে। তারা এখন জনগণের কাছে আজ্ঞাবহ ও গৃহপালিত শক্তি হিসেবেই পরিচিত। এনসিপি সেই পথে যাবে না।’

দলটির ভেতরে এখন নতুন প্রজন্মের নেতৃত্বের উত্থান হচ্ছে। তারা বলছেন, ক্ষমতার সমীকরণ নয়, যুগোপযোগী কর্মসূচির মধ্য দিয়ে টেকসই রাজনৈতিক ভিত্তি গড়ে তুলতে চান তারা।

রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, এনসিপির এই অবস্থান বর্তমান রাজনীতিতে এক ধরনের নতুন সংকেত। যেখানে বড় দুই দল ক্ষমতার সমীকরণে ব্যস্ত, সেখানে এনসিপি তার নিজস্ব অবস্থান ধরে রাখতে চাইছে দীর্ঘমেয়াদি কৌশলের অংশ হিসেবেই।

রাজনীতির মাঠে এখন তাই এক নতুন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, ‘এনসিপি কি সত্যিই একক পথে টিকে থাকতে পারবে, নাকি বড় দলের আকর্ষণে তারাও ইতিহাসের পুরোনো ফাঁদে পড়বে?’

এসএইচ