ঢাকা: নিজ দলের নিবন্ধন পেতে ইসির সামনে আমরণ অনশনে থাকা 'আমজনতার দল'-এর সদস্য সচিব তারেক রহমান অনশন ভেঙে ইসিতে আপিল করার পরামর্শ দেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ।
রোববার (৯ অক্টোবর) নির্বাচন কমিশনের (ইসি) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, নিয়মের বাইরে গিয়ে কিছু করার সুযোগ নেই।
আখতার আহমেদ বলেন, ‘৫২২ ঘণ্টা হলেও কিছু করার নেই। আপনি আমাকে বলেন, ক্যান ইলেকশন কমিশন গো বিয়ন্ড দ্য রুলস? সো... ইউ গট মাই আনসার।’
গত মঙ্গলবার (৪ নভেম্বর) চূড়ান্ত পর্যালোচনা শেষে নির্বাচন কমিশন তিনটি দল— জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী) এবং বাংলাদেশ আম জনগণ পার্টিকে প্রাথমিকভাবে নিবন্ধনের অনুমোদন দেয়। এরপর গণবিজ্ঞপ্তি জারি করে দাবি-আপত্তি নিষ্পত্তির পর চূড়ান্ত নিবন্ধন দেওয়ার কথা জানানো হয়।
তবে তালিকা থেকে বাদ পড়ে যায় তারেক রহমানের ‘আমজনতার দল’। সেই দিন বিকেল থেকেই নির্বাচন ভবনের প্রধান ফটকে অনশন শুরু করেন তিনি।
বুধাবর (৫ নভেম্বর) দলটিকে নিবন্ধন না দেওয়ার কারণ জানিয়ে চিঠি দেয় নির্বাচন কমিশন (ইসি)। সেখানে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৯০খ (১) (ক) (ই) এর শর্তাবলী সঠিকভাবে পালন না করা; দুই-তৃতীয়াংশ প্রশাসনিক জেলায় কার্যকর জেলা দফতরের বাড়ি ভাড়ার রসিদ, চুক্তিপত্র বা মালিকানা দলিল সংযুক্ত না করা; দলের নামে রক্ষিত ব্যাংকের তথ্য দাখিল না করাসহ বেশ কয়েকটি কারণ দেখানো হয়েছে।
পিএস