চরমোনাই পীর

গণভোট নিয়ে যারা টালবাহানা করছেন তারা পালাবেন কোথায়? 

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৫, ০৪:৫৯ পিএম
ফাইল ছবি

বাংলাদেশে এখন দুই শ্রেণির মানুষ-এক শ্রেণি দেশপ্রেমিক, আরেক শ্রেণি ক্ষমতাপ্রেমী-এমন মন্তব্য করেছেন চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। তিনি বলেন, আওয়ামী লীগ দেশপ্রেমিক নয়, তারা ছিল ক্ষমতালোভী; এখন তারা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে রাজধানীর পুরানা পল্টন মোড়ে ৫ দাবিতে ৮টি রাজনৈতিক দলের জাতীয় সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মুফতি রেজাউল করীম বলেন, ‘যারা ফ্যাসিস্ট হওয়ার চিন্তা করছেন, যারা গণভোট নিয়ে টালবাহানা করছেন-তারা পালাবেন কোথায়? আপনাদের জন্য অপেক্ষা করছে দক্ষিণের বঙ্গোপসাগর, পালাবার আর কোনো জায়গা নেই।’

তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ বুঝে গেছে আপনাদের উদ্দেশ্য ভালো না। যদি সত্যিই উদ্দেশ্য ভালো হতো, তাহলে গণভোট নিয়ে এত গড়িমসি কেন? আইনগত ভিত্তিতে তো আপনারা একমত হয়েছিলেন। এখন বিলম্ব করছেন কেন? জাতি সবই বুঝে গেছে।’

অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা শান্তিপ্রিয় মানুষ। বারবার আমাদের রাস্তায় নামতে বাধ্য করবেন না। রোদে পুড়িয়ে আন্দোলন করতে বাধ্য করা হচ্ছে—এটা বন্ধ করুন।’

কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়ে ইসলামী আন্দোলনের আমির বলেন, ‘এরপর আমরা সারাদেশের মানুষ নিয়ে এমন কর্মসূচি ঘোষণা করব, আপনি গণভোট নির্বাচনের আগে দিতে বাধ্য হবেন। আমাদের সেই পথে হাঁটাবেন না। আমরা চাই শান্তিপূর্ণ সমাধান। কিন্তু যদি শুভবুদ্ধির উদয় না হয়, তাহলে কঠিন কর্মসূচিই হবে আমাদের শেষ ভরসা।’

এসএইচ