রাজনৈতিক অস্থিরতার মধ্যেই জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার লক্ষ্যে আয়োজিত হতে যাওয়া গণভোটকে সামনে রেখে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। এই গণভোটে সংস্কারের পক্ষে ভোট নিশ্চিত করতে মাঠে নামার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন আট দলীয় ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম। তারা জানিয়েছে, গণভোটে সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ নিশ্চিত করতে জনগণকে উদ্বুদ্ধ করার কাজ এখন থেকে আরও জোরালো করা হবে।
রোববার (১৬ নভেম্বর) দুপুরে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে এক যৌথ সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই অবস্থান তুলে ধরেন।
এর আগে মিলনায়তনে বেলা ১১টায় আট দলের শীর্ষ নেতারা বৈঠকে বসেন। দীর্ঘ বৈঠকে সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, গণভোটের প্রস্তুতি এবং মাঠপর্যায়ে করণীয় ঠিক করা হয়।
বৈঠক শেষে সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের রাজনৈতিক অস্থিরতার এ সময়ে জনগণের ম্যান্ডেট নিশ্চিত করার জন্য আট দল সাংগঠনিকভাবে সক্রিয় থাকবে। জুলাই সনদকে বৈধতা দিতে গণভোটই এখন একমাত্র পথ বলে আট দলের নেতারা মনে করছেন। তারা আরও বলেন, গণভোটে জনগণের অংশগ্রহণ বাড়াতে সারাদেশে যোগাযোগ, সভা-সমাবেশ ও প্রচার জোরদার করা হবে।
সংবাদ সম্মেলনে খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলীসহ আট দলের অন্যান্য নেতৃত্বও উপস্থিত ছিলেন। তাদের বক্তব্যে উঠে আসে চলমান সংকট থেকে উত্তরণের জন্য গণভোটের গুরুত্ব এবং যৌথভাবে কাজ করার অঙ্গীকার।
এসএইচ