ফয়জুল আসলে কার, বিএনপি না জামায়াতের? 

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৫, ০৮:৪৪ পিএম
ছবি: সংগৃহীত

দলের নেতারা না চিনলেও নিজেকে দীর্ঘদিন বিএনপি নেতা হিসেবে পরিচয় দিতেন ড. ফয়জুল হক। জুলাই মাসে তিনি ফেসবুকে পোস্ট দিয়ে ঘোষণা দেন, তিনি বিএনপি থেকে পদত্যাগ করছেন। সেই ঘোষণার পরই নিজ এলাকায় নির্বাচনী মাঠে কাজ শুরু করেন। শেষ পর্যন্ত বিএনপি নয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ আসনে তাকে প্রার্থী করল জামায়াতে ইসলামী।

জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান বুধবার (২৬ নভেম্বর) নিশ্চিত করেন, রাজাপুর–কাঠালিয়া নিয়ে গঠিত ঝালকাঠি–১ আসনে ড. ফয়জুল হককে দলের প্রার্থী ঘোষণা করা হয়েছে।

[261318]

গত ১২ জুলাই ফেসবুকে দেওয়া দীর্ঘ পোস্টে ফয়জুল দাবি করেছিলেন, তিনি বিএনপির মালয়েশিয়া কমিটির সহ–সমাজকল্যাণ সম্পাদক ছিলেন। পোস্টে তিনি লিখেছিলেন, বিএনপি, জামায়াত, হেফাজত, ইসলামী আন্দোলনসহ নানা ইসলামপন্থী দল ও প্ল্যাটফর্মে তিনি অবস্থান নিয়েছেন। অভিযোগ করেছিলেন, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপি বামঘেঁষা অবস্থানের দিকে ঝুঁকেছে, ফলে তাকে কোণঠাসা করা হয়েছে। 

তার ওই পদত্যাগপত্র নিয়ে তখনই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। সবচেয়ে বড় প্রশ্ন ছিল, তিনি আদৌ বিএনপির নেতা ছিলেন কি না। ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন প্রকাশ্যে বলেন, ফয়জুল হক যে বিএনপি করেন, এমন তথ্য তাদের জানা নেই। সদস্য হওয়া দূরের কথা, তাকে স্থানীয় পর্যায়ে কোনো ভূমিকা নিতেও দেখা যায়নি।

ফয়জুলের রাজনৈতিক পরিচয় ঘিরে এই ধোঁয়াশা আরও ঘনীভূত হয় যখন দেখা যায়, তিনি দীর্ঘদিন ধরেই জামায়াতের শীর্ষ নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করতেন। জেলা জামায়াতের নেতাদের সঙ্গে তার একাধিক অনুষ্ঠানের ছবিও প্রকাশ্যে আছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গেও তার ঘনিষ্ঠতা নিয়ে এলাকায় আলোচনা ছিল।

তার রাজনৈতিক পরিচয় জানতে যোগাযোগ করলে ফয়জুল বিএনপির মালয়েশিয়া কমিটির একটি পুরোনো প্রেস রিলিজ পাঠান। সেখানে তার নাম সহ–সমাজকল্যাণ সম্পাদক হিসেবে রয়েছে। তিনি আরও দাবি করেন, করোনা সময় তিনি তারেক রহমানের পক্ষ থেকে এলাকায় সামগ্রী বিতরণ করেছিলেন।

তবুও স্থানীয় বিএনপির অবস্থান ছিল স্পষ্ট-ফয়জুলকে তারা কখনো সংগঠনের সক্রিয় নেতা হিসেবে দেখেননি। অন্যদিকে এলাকায় গুঞ্জন ছিল, তিনি জামায়াতের টিকিটে নির্বাচন করতে পারেন। তাই এলাকার অনেকেই প্রশ্ন রাখছে ফয়জুল, তুমি কার-বিএনপি না জামায়াতের? যদিও শেষ পর্যন্ত জেলা জামায়াতের আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়ে সেই গুঞ্জনই সত্যি হলো। 

এসএইচ