এভারকেয়ার হাসপাতালের পাশে হেলিকপ্টার ওঠানামা নিয়ে ব্যাখ্যা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২৫, ০৬:২০ পিএম
ছবি: সংগৃহীত

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া যে হাসপাতালে চিকিৎসাধীন আছেন, তার পাশের একটি মাঠে বৃহস্পতিবার পরীক্ষা মূলকভাবে হেলিকপ্টার অবতরণ ও উড্ডয়ন হবে।

বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) নিরাপত্তা প্রটোকল অনুযায়ী দুপুর ১২টা থেকে চারটার মধ্যে এভারকেয়ার হাসপাতালের কাছে দুটি উন্মুক্ত মাঠে এটি সম্পন্ন করা হবে। বিবৃতিতে অনুরোধ করা হয়েছে, বিষয়টি নিয়ে কোনো ধরনের অপপ্রচার বা বিভ্রান্তি থেকে বিরত থাকুন।

খালেদা জিয়া গত ২৩শে নভেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। ২৭শে নভেম্বর থেকে তিনি হাসপাতালের সিসিইউতে রয়েছেন। তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, তিনি ফুসফুস ও হৃদযন্ত্রের গুরুতর সংক্রমণ নিয়ে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন।

এদিকে মঙ্গলবার বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) হিসেবে ঘোষণা করেছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় হাসপাতালে নির্বিঘ্ন চিকিৎসা, প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া, নিরাপত্তা ও যাতায়াত সুবিধা এবং উচ্চ মর্যাদা বিবেচনায় তাকে ভিভিআইপি ঘোষণা করা হয়েছে।

ভিভিআইপি হিসেবে ঘোষণা করার পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মতো খালেদা জিয়ার নিরাপত্তায় এসএসএফ মোতায়েন করা হয়েছে।

ডা. এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, মেডিকেল বোর্ড খালেদা জিয়াকে পর্যবেক্ষণ করছেন। পরবর্তীতে যদি বোর্ড মনে করে, তখনই প্রয়োজন অনুযায়ী তাকে দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হবে।

এসএইচ