বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার জন্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই দায়ী করে মন্তব্য করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, খালেদা জিয়ার প্রতি মানুষের ভালোবাসা স্বাভাবিক এবং স্পষ্ট। তিনি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থে আপস করেননি। রাজনৈতিকভাবে অন্যায় দাবির মুখেও দেশের স্বার্থে অনেক সিদ্ধান্ত মেনে নিয়েছেন বিএনপি চেয়ারপারসন। ১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে যাতে কোনও সহিংসতা না ঘটে, এজন্য তিনি তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করেছিলেন। রিজভী বলেন, যারা তখন সহিংসতা ঘটিয়ে তত্ত্বাবধায়ক সরকার এনেছিল, তারা ক্ষমতায় এসে সেই ব্যবস্থা বাতিল করেছে।
রিজভী আরও বলেন, দেশের ওপর আস্থা না রেখে নিজের ইচ্ছামতো দেশ পরিচালনা করেছেন শেখ হাসিনা। এ কারণেই খালেদা জিয়ার অসুস্থতার দায় তার উপরেই বর্তায়। তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান, জনগণের কষ্ট বাড়ানো এ ধরনের সিদ্ধান্ত এড়াতে হবে এবং জনস্বার্থে কাজ করতে হবে।
এসএইচ