খালেদা জিয়াকে বিদেশ নেয়ার প্রস্তুতি চলছে, সঙ্গীদের তালিকা প্রকাশ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৫, ০৪:০৮ পিএম
ফাইল ছবি

এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে টানা ১২ দিন ধরে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এ যাত্রায় তার সঙ্গে থাকা ব্যক্তিদের তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে বিএনপি।

বৃহস্পতিবার দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তালিকা প্রকাশ করা হয়। এতে খালেদা জিয়ার পরিবারের সদস্য, ব্যক্তিগত চিকিৎসক, নিরাপত্তা কর্মকর্তা, সহকারী এবং গৃহপরিচারিকাসহ মোট ১৫ জনের নাম অন্তর্ভুক্ত রয়েছে।

তালিকা অনুসারে বেগম জিয়ার সফরসঙ্গী হিসেবে থাকছেন তার ছোট পুত্রবধূ সায়েদা শারমিলা রহমান। আছেন ব্যক্তিগত চিকিৎসক ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন, ডা. মোহাম্মদ আনামুল হক চৌধুরী, ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী, মো. শাহাবুদ্দিন তালুকদার, নুরুদ্দিন আহমদ এবং মো. জাফর ইকবাল।

এ ছাড়া নিরাপত্তা বাহিনীর দায়িত্বে থাকবেন মোহাম্মদ আল মামুন, হাছান শহরিয়ার ইকবাল এবং সাইদ সামিন মাহফুজ। সঙ্গে থাকছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহকারী মো. আব্দুল হাই মোল্লিক, ব্যক্তিগত সচিবের সহকারী মো. মাসুদুর রহমান এবং গৃহপরিচারিকা ফাতেমা বেগম ও রূপা সিকদার।

এর আগে দুপুরে এভারকেয়ার হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ জানান, উন্নত চিকিৎসার প্রয়োজনীয়তা বিবেচনায় তাকে লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ যাত্রায় তার সঙ্গে থাকবেন চিকিৎসকসহ ১৫ জন।

বেগম জিয়ার বিদেশযাত্রা ঘিরে রাজনৈতিক অঙ্গনেও আলোচনার ঝড় বইছে। তার শারীরিক অবস্থার উন্নতির আশায় এখন নজর লন্ডনগামী প্রস্তুতিতে।

এসএইচ