অন্তর্বর্তী সরকারের সাবেক দুই ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এনসিপিতে (জাতীয় নাগরিক পার্টি) যোগ দিচ্ছেন বলে রাজনৈতিক অঙ্গনে খবর নিশ্চিত হয়েছে। তাদের পদত্যাগের পর বিভিন্ন রাজনৈতিক দলে যোগ দেওয়ার বিষয়ে জোর আলোচনা চলছিল। তবে দলীয় সূত্র এবং ঘনিষ্ঠদের তথ্য অনুযায়ী, আগামী এক সপ্তাহের মধ্যে এই দুই নেতা আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যুক্ত হবেন।
রাজনীতিকরা আশা করছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাহফুজ আলম লক্ষীপুর-১ আসন থেকে এবং আসিফ মাহমুদ ঢাকা-১০ আসন থেকে অংশগ্রহণ করবেন। এর আগে এনসিপি ১২৫ আসনের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করলেও এই দুজনের আসন শূন্য রাখা হয়েছিল।
এ বিষয়ে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম-আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব গণমাধ্যমকে জানান, “চব্বিশের গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করা এই দুই ছাত্রনেতার জন্য এনসিপিতে যোগ দেওয়া স্বাভাবিক। আনুষ্ঠানিক ঘোষণা শিগগিরই তাদের পক্ষ থেকে আসবে।”
এর আগে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন জানিয়েছেন, “আসিফ মাহমুদ জনতার কাতারে এসেছেন, আমরা তাকে স্বাগত জানাই। তিনি কোন দলের হয়ে নির্বাচন করবেন তা তার সিদ্ধান্ত। যদি এনসিপিতে যোগ দেন, আমরা তাকে স্বাগত জানাব।”
দলের অভ্যন্তরীণ সূত্র বলছে, দলীয় দায়িত্ব এবং সাংগঠনিক পদ সংক্রান্ত দরকষাকষির কারণে আনুষ্ঠানিক ঘোষণা কিছুটা বিলম্বিত হচ্ছে। নাহিদ ইসলামের মতো সাবেক উপদেষ্টা পদ ছেড়ে এনসিপিতে যোগ দেওয়ার প্রক্রিয়া এই দুজনের ক্ষেত্রেও প্রযোজ্য। সূত্রের দাবি, আসিফ গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্বে থাকতে চান, আর মাহফুজ দলে গুরুত্বপূর্ণ অবস্থান চান যদিও সাংগঠনিক ক্ষমতা চাচ্ছেন না।
এম