মহান বিজয় দিবস উপলক্ষে নদী রক্ষা ও পরিবেশ সচেতনতার বার্তা নিয়ে রাজধানীর বুড়িগঙ্গা নদীতে নৌ র্যালি করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় শ্যামবাজার ঘাট থেকে শুরু হয়ে পোস্তগোলা ব্রিজ ঘুরে আবার শ্যামবাজার ঘাটে এসে র্যালিটি শেষ হয়।
র্যালিতে একশটি নৌকায় প্রায় সাত শতাধিক নেতাকর্মী অংশ নেন। লাল-সবুজ রঙের টি-শার্ট পরে হাতে জাতীয় পতাকা নিয়ে নদীতে নেমে আসে শিবিরের নেতাকর্মীরা। পুরো কর্মসূচিতে বিজয় দিবসের আবহের সঙ্গে যুক্ত হয় নদী বাঁচানোর স্লোগান।
র্যালিতে অংশগ্রহণকারীরা বিজয় দিবস সফল হোক, নদী বাঁচলে বাঁচবে দেশ, হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, আমি কে তুমি কে হাদি হাদি, এক হাদি হাসপাতালে লক্ষ হাদি ঘরে ঘরে, ইসলামী ছাত্রশিবির জিন্দাবাদসহ বিভিন্ন স্লোগান দেন।
কর্মসূচিতে শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের নেতারাও অংশ নেন। উপস্থিত ছিলেন ভিপি প্রার্থী ও জবি শিবির সভাপতি মো. রিয়াজুল ইসলাম, জিএস প্রার্থী ও শাখা শিবির সেক্রেটারি আব্দুল আলিম আরিফ এবং এজিএস প্রার্থী মাসুদ রানাসহ অন্যান্য নেতাকর্মীরা।
র্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মো. রিয়াজুল ইসলাম বলেন, স্বাধীনতা যুদ্ধের গৌরবময় ইতিহাসকে স্মরণীয় করে রাখতে এবং বিজয় দিবসকে ভিন্ন মাত্রায় উদযাপন করতেই এই ব্যতিক্রমধর্মী আয়োজন। বুড়িগঙ্গা নদীতে এই নৌ র্যালির মাধ্যমে পুরো জাতিকে নদী রক্ষা ও পরিবেশ সচেতনতার বার্তা পৌঁছে দিতে চান তারা।
তিনি বলেন, বুড়িগঙ্গা আজ মৃতপ্রায়। প্লাস্টিক বর্জ্য ও আবর্জনায় নদীর মুখগুলো বন্ধ হয়ে যাচ্ছে। যারা নদী দখল ও দূষণের সঙ্গে জড়িত, তাদের উদ্দেশেই এই কর্মসূচির বার্তা। নদী বাঁচাতে পারলে দেশও বাঁচবে।
নদী ইস্যুকে আঞ্চলিক প্রেক্ষাপটের সঙ্গে যুক্ত করে তিনি বলেন, তিস্তা, তুরাগ, ধলেশ্বরী ও ফেনীসহ দেশের বড় নদীগুলো আজ দখল ও দূষণের পাশাপাশি আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার। ন্যায্য পানির হিস্যা থেকে বাংলাদেশ বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
বক্তব্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাম্প্রতিক পোস্টের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা দিবস নিয়ে দেওয়া ওই বক্তব্য দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে হেয় করার শামিল। বাংলাদেশ নিয়ে ভারতের মনোভাব ভবিষ্যতে দেশের স্বাধীনতার জন্য হুমকি হয়ে উঠতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
বিজয় দিবসের দিনে বুড়িগঙ্গায় এই নৌ র্যালি রাজধানীতে পরিবেশ ও নদী রক্ষার দাবি নতুন করে সামনে নিয়ে আসে।
এসএইচ