নিরাপত্তা ঝুঁকিতে গুরুত্বপূর্ণ ১২৭ রাজনৈতিক নেতা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৫, ০৫:১৬ পিএম
ফাইল ছবি

দেশের গুরুত্বপূর্ণ ১২৭ জন রাজনৈতিক নেতা বর্তমানে নিরাপত্তা ঝুঁকিতে রয়েছেন। এই তালিকা তৈরির নির্দেশনা সম্প্রতি সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে।

পুলিশ সূত্র জানায়, সরকারের নির্দেশনার পর পুলিশের সব ইউনিট বিশদ অনুসন্ধান চালিয়ে একটি প্রতিবেদন প্রস্তুত করেছে। এতে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ছাড়া বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ প্রায় সব রাজনৈতিক দলের নেতাদের নাম অন্তর্ভুক্ত রয়েছে।

তালিকায় ঢাকার পাশাপাশি দেশের বিভিন্ন জেলার গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতাদের নাম রয়েছে। ইতোমধ্যে এ সংক্রান্ত প্রতিবেদন সরকারের হাইকমান্ডকে অবহিত করা হয়েছে বলে জানা গেছে।

প্রতিবেদনে নিরাপত্তা জোরদারের একাধিক সুপারিশও করা হয়েছে। ঝুঁকিতে থাকা নেতাদের বাসাবাড়িতে নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রয়োজন অনুযায়ী ব্যক্তিগত নিরাপত্তাকর্মী বা গানম্যান দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে।

তারেক রহমানের দেশে ফেরার খবরে যখন রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা ও তৎপরতা দেখা যাচ্ছে, ঠিক সেই সময়ে শীর্ষ নেতাদের নিরাপত্তা নিয়ে এমন তথ্য সামনে আসা পরিস্থিতিকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে বলে মনে করছেন পর্যবেক্ষকেরা।

এসএইচ