এনসিপিতে না যাওয়ার ঘোষণা দিলেন মাহফুজ আলম

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৫, ০৯:০৩ পিএম
ফাইল ছবি

জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির নির্বাচনী সমঝোতার আওতায় প্রার্থী হওয়ার প্রস্তাব তাঁকেও দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন জুলাই অভ্যুত্থানের সম্মুখসারির নেতা মাহফুজ আলম। তবে তিনি স্পষ্ট করে বলেছেন, তিনি এনসিপির অংশ হচ্ছেন না।

রোববার (২৮ ডিসেম্বর) রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মাহফুজ আলম এ অবস্থান জানান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াত ও এনসিপির মধ্যে সমঝোতার ঘোষণা আসার পর এনসিপির ভেতরে ও বাইরে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এরই মধ্যে দলের একাধিক গুরুত্বপূর্ণ নেতা দল ছাড়ার ঘোষণা দিয়েছেন কিংবা প্রকাশ্যে এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন।

জুলাই অভ্যুত্থানের নেতৃত্বে থাকা তিন ছাত্রনেতার একজন মাহফুজ আলম, যাঁরা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে ছিলেন। অভ্যুত্থানের পর গড়ে ওঠা এনসিপি ও নাগরিক কমিটিতে তাঁর প্রভাব ছিল বলেই রাজনৈতিক অঙ্গনে আলোচনা ছিল, তিনি এনসিপি থেকে সংসদ নির্বাচনে অংশ নিতে পারেন। তবে মাসের শুরুতে উপদেষ্টা পরিষদ ছাড়ার পর থেকেই বিষয়টি অনিশ্চিত হয়ে পড়ে। জামায়াতের সঙ্গে এনসিপির নির্বাচনী যুক্ততা চূড়ান্ত হওয়ার পর তিনি নিজ অবস্থান স্পষ্ট করে দিলেন।

ফেসবুক পোস্টে মাহফুজ আলম জানান, নাগরিক কমিটি ও এনসিপি জুলাইয়ের সম্মুখসারির নেতৃত্বে সংগঠিত হয়েছিল। তাঁর সহযোদ্ধারা এসব সংগঠনে থাকায় তিনি দীর্ঘ সময় ধরে পরামর্শ ও নীতিগত সহযোগিতা দিয়েছেন। তবে বর্তমান বাস্তবতায় সেই সম্পর্ক আর থাকছে না।

তিনি বলেন, জামায়াত–এনসিপি জোট থেকে প্রস্তাব দেওয়া হয়নি, এমনটা সত্য নয়। কিন্তু ঢাকার কোনো একটি আসনে জোটের প্রার্থী হওয়ার চেয়ে নিজের দীর্ঘদিনের রাজনৈতিক অবস্থান ধরে রাখা তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ।

নিজের রাজনৈতিক দর্শন ব্যাখ্যা করে মাহফুজ আলম বলেন, নতুন রাজনৈতিক ও অর্থনৈতিক বন্দোবস্ত, ফ্যাসিবাদের বিরুদ্ধে সাংস্কৃতিক লড়াই, সামাজিক ফ্যাসিবাদ মোকাবিলা এবং দায়বদ্ধতার সমাজ গড়ার কথা তিনি ধারাবাহিকভাবে বলে আসছেন। এসব বিষয়ে তিনি এনসিপিকে একটি বড় জুলাই আম্ব্রেলার মধ্যে স্বতন্ত্রভাবে দাঁড় করানোর চেষ্টা করেছিলেন, তবে নানা কারণে তা সম্ভব হয়নি।

বর্তমান পরিস্থিতিকে তিনি এক ধরনের শীতল যুদ্ধের সঙ্গে তুলনা করে বলেন, এই পর্বে কোনো পক্ষ না নিয়ে নীতি ও অবস্থানে অটল থাকাই শ্রেয়।

মাহফুজ আলম মনে করেন, বিকল্প ও মধ্যপন্থী তরুণ বা জুলাই শক্তির সম্ভাবনা এখনো শেষ হয়নি। তিনি জানান, গত দেড় বছরে যেসব নীতিতে বিশ্বাস রেখে কথা বলেছেন, রাজনৈতিক, সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক সব ক্ষেত্রেই তা অব্যাহত রাখবেন। তাঁর সঙ্গে কেউ যুক্ত হতে চাইলে তিনি তা স্বাগত জানাবেন বলেও জানান।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বিকল্প ও মধ্যপন্থী তরুণ নেতৃত্বের উত্থান খুব দূরে নয়।

এসএইচ