প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন, পাতানো নির্বাচনের শঙ্কা জামায়াতের

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৬, ১২:২৯ পিএম

আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, বর্তমান পরিস্থিতি অতীতের মতো আরেকটি পাতানো নির্বাচনের আশঙ্কা তৈরি করছে। এমন নির্বাচন দেশকে আবারও অস্থিরতা ও ধ্বংসের পথে ঠেলে দিতে পারে।

বুধবার (৭ জানুয়ারি) সকালে রাজধানীতে জামায়াতে আমিরের রাজনৈতিক কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ডা. তাহের অভিযোগ করেন, আইনশৃঙ্খলা বাহিনী একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে এবং প্রশাসন আনুগত্য প্রদর্শনের মাধ্যমে নির্বাচনী পরিবেশকে প্রশ্নবিদ্ধ করছে। তিনি বলেন, এই বাস্তবতা ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সামনে তুলে ধরা হয়েছে।

জামায়াতের নায়েবে আমির জানান, তার দল আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে—এমন প্রত্যাশা করে। তবে এই লক্ষ্য অর্জনে সরকার ও নির্বাচন কমিশনকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে ডা. তাহের বলেন, জামায়াত ক্ষমতায় গেলে সব রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে সমন্বয়ের ভিত্তিতে সরকার গঠন করা হবে।

এদিকে এনসিপিকে ১০টি আসন ছাড় দেওয়ার বিষয়ে যে আলোচনা চলছে, সেটিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন তিনি। একই সঙ্গে জানান, জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের মধ্যে নির্বাচনী আসন সমঝোতা প্রক্রিয়া দ্রুতই চূড়ান্ত হবে।

এম