লুটেপুটে খাওয়ার জন্য মসনদে বসতে চাই না: জামায়াত আমির

  • ওবাইদুল হক, কবি নজরুল কলেজ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৬, ০৪:৫০ পিএম
ছবি: নিজস্ব

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ক্ষমতায় গেলে কোনো প্রকার দুর্নীতি করবে না এবং দুর্নীতি সহ্যও করবে না। ‘আমরা এ দেশকে লুটেপুটে খাওয়ার জন্য মসনদে বসতে চাই না। আমরা ১৮ কোটি মানুষের বিজয় নিশ্চিত করতে চাই।’

রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর ধূপখোলা মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, ‘একটা দল ইদানীং বলছে তারা দুর্নীতি নিয়ন্ত্রণ করবে। অথচ তাদের ৩৯ জন সংসদ সদস্য প্রার্থীই ঋণখেলাপি। কায়দা করে তাদের প্রার্থী বানানো হয়েছে। তারা কীভাবে দেশকে দুর্নীতিমুক্ত করবে?’
 
নিজের পূর্ববর্তী একটি বক্তব্যের কথা স্মরণ করিয়ে দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ‘আমার একটি বক্তব্য নিয়ে তোলপাড় হয়েছিল, মহাসাগরে ঢেউ উঠেছিল। আমি বলেছিলাম, এ দেশের জনগণ এক জালিমকে বিদায় করে আরেক জালিমের হাতে দেশ তুলে দিতে চায় না। আমার সেই কথা কি আজ মিথ্যা প্রমাণিত হয়েছে?’

ভোটের দিন কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাশত করা হবে না জানিয়ে তিনি হুঁশিয়ারি দেন, ‘আগামী ১২ তারিখে কোনো দুর্বৃত্ত ভোটের বাক্সে হাত দিতে এলে জনগণের সহায়তায় তাদের হাত গুঁড়িয়ে দেয়া হবে।’

জামায়াত আমির বলেন, ‘সব দেশের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে, কিন্তু কারো আধিপত্য মেনে নেয়া হবে না। আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে অনেকেই নাক গলাতে আসছে; আমরা দেশের বিষয়ে কোনো বিদেশি শক্তির নাক গলানো মেনে নেব না।’

পিএস