মাইকিং-শোডাউন ছাড়াই প্রচারণার নতুন কৌশল তাসনিম জারার

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৬, ০৮:৪১ এএম

পোস্টার, উচ্চশব্দের মাইকিং কিংবা শোডাউন—চিরাচরিত এসব নির্বাচনি প্রচারণা কৌশল এড়িয়ে এক ভিন্নধর্মী পথ বেছে নিয়েছেন ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। মানুষের আস্থা ও ব্যক্তিগত যোগাযোগকে কেন্দ্র করে তিনি শুরু করেছেন ‘প্রজেক্ট ঢাকা-৯’ নামের একটি নতুন ক্যাম্পেইন উদ্যোগ।

সোমবার (২৬ জানুয়ারি) নিজের ফেসবুক পোস্টে নির্বাচনি প্রচারের এই ব্যতিক্রমী কৌশলের কথা তুলে ধরেন তাসনিম জারা। সেখানে তিনি জানান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাত্র দেড় দিনে প্রায় পাঁচ হাজার ভোটারের স্বাক্ষর সংগ্রহের সময়ই তিনি মানুষের সক্রিয় অংশগ্রহণ ও আস্থার শক্তি অনুভব করেন।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, অনেক ভোটার স্বতঃস্ফূর্তভাবে এসে জানান—তাদের সন্তান বা আত্মীয় বিদেশ থেকে ফোন করে তাকে সহযোগিতা করতে বলেছেন। কেউ বলেছেন, ‘আমার ছেলে বলেছে, আপনি না দাঁড়ালে পারতেন না।’ এসব অভিজ্ঞতা থেকেই তিনি উপলব্ধি করেন, রাজনীতিতে মানুষের সম্পৃক্ততা এখনো গভীর এবং ভাড়াকরা মিছিল বা কানে তালা লাগানো মাইকিংয়ের চেয়েও মানুষের বিশ্বাসই সবচেয়ে বড় শক্তি।

তবে এই আস্থাভিত্তিক রাজনীতি বাস্তবায়ন সহজ ছিল না বলেও উল্লেখ করেন তাসনিম জারা। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী পোস্টার নিষিদ্ধ থাকা সত্ত্বেও যখন শহরজুড়ে পোস্টারের ছড়াছড়ি, তখন তিনি সচেতনভাবেই সিদ্ধান্ত নেন—তিনি পোস্টার ব্যবহার করবেন না, উচ্চশব্দের মাইকিংও নয়।

তিনি লেখেন, একজন সাধারণ নাগরিক হিসেবে পোস্টারের জঞ্জাল ও শব্দদূষণ তাকে বরাবরই কষ্ট দিয়েছে। তাই রাজনীতিতে এসেও সেই চর্চা থেকে বেরিয়ে আসতে চেয়েছেন তিনি। এ সিদ্ধান্তে অনেক শুভাকাঙ্ক্ষী উদ্বেগ প্রকাশ করে জানতে চান—পোস্টার ছাড়া মানুষ জানবে কীভাবে তিনি প্রার্থী?

এর জবাবে তাসনিম জারা জানান, সেই প্রশ্ন থেকেই জন্ম নেয় ‘প্রজেক্ট ঢাকা-৯’। তিনি বলেন, মানুষ আসলে বড় মিছিল বা জোরালো স্লোগান দেখে ভোট দেয় না; বরং বিশ্বাস থেকে ভোট দেয়। আর সেই বিশ্বাস তৈরি হয় পরিচিত মানুষের আন্তরিক কথোপকথনের মাধ্যমে—যখন কেউ ফোন করে বলে, ‘আমি ওনার ইশতেহার পড়েছি, মানুষটা সৎ, একবার সুযোগ দেওয়া যায়।’

তার মতে, এমন ব্যক্তিগত যোগাযোগ হাজারো পোস্টারের চেয়েও বেশি কার্যকর। অনেক সমর্থক আছেন, যারা স্লোগান দেওয়া বা শোডাউনে স্বাচ্ছন্দ্যবোধ না করলেও রাজনীতিতে পরিবর্তন চান। ‘প্রজেক্ট ঢাকা-৯’ মূলত সেই মানুষদের অংশগ্রহণের সুযোগ করে দিতেই তৈরি।

স্লোগান ও প্রদর্শনের রাজনীতির বাইরে গিয়ে তাসনিম জারা বিশ্বাস করেন, যদি প্রমাণ করা যায় যে কোটি টাকা ব্যয়, ভাড়াকরা লোকজন ও শব্দদূষণ ছাড়াও একজন স্বতন্ত্র প্রার্থী জয়ী হতে পারেন, তাহলে ভবিষ্যতে রাজনীতিতে আসার সাহস পাবেন আরও অনেক যোগ্য মানুষ—যাদের পেশিশক্তি বা অর্থ নেই, কিন্তু আছে নেতৃত্বের সক্ষমতা।



এম