আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নবনির্বাচিতদের জাহাঙ্গীর হোসেন বাবরের শুভেচ্ছা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১৭, ২০১৯, ০২:৪৬ পিএম

ঢাকা: বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক পদে আফজাল বাবু।

শনিবার (১৬ নভেম্বর) রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে স্বেচ্ছাসেবক লীগের জাতীয় সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে নতুন নেতৃত্ব ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যোনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন উদ্বোধন করেন। 

১৯৯৭ সালের তৎকালীন সংসদ সদস্য মকবুল হোসেনকে আহ্বায়ক করে স্বেচ্ছাসেবক লীগের প্রথম কমিটি গঠিত হয়। ২০০২ সালে প্রথম কাউন্সিলে সভাপতি নির্বাচিত হন আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাধারণ সম্পাদক হন পঙ্কজ দেবনাথ। সর্বশেষ ২০১২ সালে মোল্লা মো. আবু কাওছারকে সভাপতি ও পঙ্কজ দেবনাথকে সাধারণ সম্পাদক করে স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠিত হয়। এ কমিটি প্রায় ১৭ বছর ধরে সংগঠনটির নেতৃত্বে ছিল।

এদিকে, রোববার (১৭ নভেম্বর) সকাল ১১ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রাজধানী ঢাকার ধানমন্ডী ৩২ নম্বরে পুষ্পস্তবক অর্পণের পর বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নবনির্বাচিত সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর বাবুকে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নোয়াখালী শাখার পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন নোয়াখালী জেলার যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর হোসেন বাবর l 

এ সময় নোয়াখালীর অসংখ্য নেতাকর্মী স্লোগান দিতে থাকে নোয়াখালীর পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম নতুন কমিটিকে l

সোনালীনিউজ/এমএএইচ