ডিসেম্বরেই পুরান ঢাকায় চালু হবে চক্রাকার বাস

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০১৯, ০৯:১০ পিএম

ঢাকা : চলতি মাসের শেষ সপ্তাহে পুরান ঢাকায় পরীক্ষামূলকভাবে চক্রাকার বাস সার্ভিস চালু করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে নগর ভবনে অনুষ্ঠিত ‘বাস রুট রেশনালাইজেসন’ বিষয়ে গঠিত স্টিয়ারিং কমিটির এক সভায় মেয়র এ কথা বলেন।

মেয়র খোকন বলেন, জাতীয় নির্বাচন এবং ডেঙ্গু পরিস্থিতির কারণে গঠিত স্টিয়ারিং কমিটির কার্যক্রম স্তিমিত হয়ে পড়েলেও এখন পুরোদমে কাজ চলছে। আশা করছি আগামী মার্চ মাস নাগাদ বাস রুট সংখ্যা চূড়ান্ত করা সম্ভব হবে।

মেয়র খোকন আরও বলেন, চলতি মাসের শেষ সপ্তাহে বাস মালিকদের শীর্ষ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হবে এবং ওই সভায় আলোচিত বিষয়গুলো পরবর্তীতে সকল বাস মালিকদের নিয়ে আরেকটি সভা অনুষ্ঠানের মধ্য দিয়ে অবহিত করে সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। নির্ধারিত দুই বছর সময়কালের মধ্যে পাইলট প্রকল্প নগরবাসীর কাছে দৃশ্যমান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন মেয়র।

সোনালীনিউজ/এমটিআই