করোনাভাইরাস, রাজধানীতে জীবাণুনাশক স্প্রে

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ২৩, ২০২০, ০৪:০৩ পিএম
ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর করোনা আতঙ্ক ছড়িয়েছে আগেই। আর করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় মিরপুরকে লকডাউন করার পাশাপাশি এখন উত্তর টোলারবাগ এবং টোলারবাগে স্প্রে করেছে সিটি কর্পোরেশন।

সোমবার (২৩ মার্চ) মিরপুরে সকাল ১১টার দিকে ঢাকা সিটি কর্পোরেশনের গাড়ি দিয়ে জীবাণুনাশক মিশ্রিত পানি ছিটানো হয়। স্প্রে করা হয় দারুস সালাম এবং আনসার ক্যাম্প এলাকাতেও।

আইইডিসিআর-এর তত্ত্বাবধানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এই জীবণামুক্তকরণের কাজ করছে বলে জানা যায়। জীবাণুমুক্তকরণের কাজ চলার সময় আইইডিসিআর-এর প্রতিনিধি দল সেখানে উপস্থিত ছিলেন।

সিটি কর্পোরেশনের এক কর্মী জানান, ঢাকা উত্তর সিটি মেয়রের নির্দেশে এই জীবানুমুক্তকরণ অভিযান চালাচ্ছেন তারা। এই কাজে তারা পানি, ব্লিচিং পাউডার ও স্প্রে মেশিন ব্যবহার করছেন।

এদিকে, একান্ত প্রয়োজন ছাড়া কাউকে কোথাও যেতে বাধা দিচ্ছে প্রশাসন। লকডাউন করা বিল্ডিংগুলোতে পকেট গেট খোলা রয়েছে, মাস্ক, গ্লাভসসহ সতর্কতা মেনে অন্য ভবনের বাসিন্দারা ঢুকতে বা বের হতে পারবেন। তবে কোনো ধরনের গাড়ি প্রবেশ কিংবা বের না করার জন্য বলা হয়েছে।

সোনালীনিউজ/এমএএইচ