ডিএনসিসির যে ৭ স্থানে করা যাবে করোনা টেস্ট

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ১৪, ২০২০, ১২:৪১ এএম

ঢাকা : নাগরিকদের করোনা পরীক্ষায় ৭টি স্থানে বুথ স্থাপনের উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

বৃহস্পতিবার (১৩ মে) থেকে বেসরকারি সংস্থা ব্র্যাকের তত্ত্বাবধা‌নে এসব বুথে মহামারি করোনা পরীক্ষা শুরু হবে। প্রতিদিন সকাল ৯টা হ‌তে দুপুর ১২টা পর্যন্ত এসব বুথ খোলা থাকবে। ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

বুথগুলো হচ্ছে উত্তরা কমিউনিটি সেন্টার, রোড-১৩/ডি, সেক্টর-৬, উত্তরা। ৪ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টার, মিরপুর-১৩। আসাদুজ্জামান খান কামাল কমিউনিটি সেন্টার, মধুবাগ, মগবাজার।

১০ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টার, মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসোধ সংলগ্ন, মাজার রোড, মিরপুর। সূচনা কমিউনিটি সেন্টার, মোহাম্মদপুর। ৩২৫ হাজী ইসমাইল দেওয়ান রোড, ইসমাইল দেওয়ান মহল্লা, আজমপুর, দক্ষিণখান এবং উত্তরখান জেনারেল হাসপাতাল, ফজিরবাতান, উত্তরখান।

ডিএনসিসি সূত্র জানিয়েছে, করোনা পরীক্ষার এসব বু‌থে সংর‌ক্ষিত সরকার ‌নির্ধারিত ফরম সরাস‌রি পূরণ করে চেক‌লিস্ট অনুযায়ী নির্বা‌চিত রোগী‌দের নমুনা সংগ্রহ করা হ‌বে।

সোনালীনিউজ/এমটিআই