৫ তলা ভবনের সানসেট থেকে শিশু গৃহকর্মী উদ্ধার

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২০, ১১:৫০ এএম
ফাইল ছবি

ঢাকা : রাজধানীর উত্তরায় বহুতল ভবনের ৫ তলার জানালার সানসেট থেকে মীম (১১) নামে এক গৃহকর্মীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। 

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উত্তরার ১২নং সেক্টর সোনারগাঁও এভিনিউ সড়কের ১নং বাড়ী ৫ তলার সানসেট থেকে তাকে উদ্ধার করা হয়। প্রায় দুই ঘন্টার অক্লান্ত চেষ্টা চালিয়ে উত্তরা ফায়ার সার্ভিস কর্মীদের সাহসীকতায় জীবিত উদ্ধার করা হয়েছে। 

সকাল ৭টায় পার্শ্ববর্তী ফ্ল্যাটের লোকজনের নজরে শিশুটি জানালার সানসেটে ঝুলে আছে দেখে তারা দ্রুত ফাসার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে উত্তরা পশ্চিম থানার পুলিশেও একাধিক টীম ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস কর্মীদের সর্বাত্মক সহযোগিতা করেন।

উত্তরা পশ্চিম থানার এসআই রায়হান জানান, উক্ত ভবনের ভাড়াটিয়া মঞ্জুরুল আলমের ফ্ল্যাটে গৃহকর্মীর কাজ করতো মীম। উদ্ধারের পর থেকে শিশুটি অনেক কান্নাকাটি করছে যার ফলে ঘটনার বিস্তারিত জানা যায়নি। শিশু মীমকে তার স্বজনদের নিকট হস্তান্তর করা হবে।

ধারণা করা হচ্ছে নির্যাতন বা ভয়ভীতি দেখানোর কারণে মীম সানসেটে আশ্রয় নিয়েছে। 

সোনালীনিউজ/এএস