ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সংবাদ সম্মেলন 

করোনায় সার্বজনীন মাস্ক ব্যবহারের ওপর গুরুত্বারোপ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২০, ০৫:৫১ পিএম
ছবি: প্রতিনিধি

ঢাকা: ‘নো মাস্ক নো সেল’ শ্লোগানে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ১৫ তম ব্যাচের রাজনৈতিক ফেলোবৃন্দের জুম প্লাটফরমের মাধ্যমে ভার্চুয়াল সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে করোনাভাইরাস মোকাবিলায় সার্বজনীনভাবে মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। 

সংবাদ সম্মেলনে বলা হয়, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের (ডিআই) রাজনৈতিক ফেলোবৃন্দ ইতোমধ্যেই রাজধানী শহর ঢাকাতে বিভিন্ন জন সচেতনতামূলক কর্মকান্ডে অংশ নিয়েছি। রাজনৈতিক ফেলোবৃন্দ আমাদের সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা বিনামূল্যে মাস্ক বিতরণ, সচেতনতা সৃষ্টির লক্ষ্যে গণস্বাক্ষর সংগ্রহ করি। আমরা ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের মেয়রের নিকট স্বারকলিপির মাধ্যমে বিষয়টি তুলে ধরি। 

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জুম প্লাটফরমের মাধ্যমে একটি ভার্চুয়াল সংবাদ সম্মেলনের এসব কথা বলেন সংগঠনটির নেতৃবৃন্দ। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইডেন মহিলা কলেজ ছাত্রলীগ সাবেক আহবায়ক তাছলিমা আক্তার, ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের কর্মসংস্থান বিষয়ক উপ-সম্পাদক খাদিমুল বাশার জয়, জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির আইন সম্পাদক সালমা সুলতানা সোমা, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সদস্য মানসুরা আলম, জাতীয় ছাত্রসমাজের সহ-সভাপতি মারুফ ইসলাম তালুকদার। এতে লিখিত বক্তব্য পাঠ করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রাজনৈতিক ফেলো খাদিমুল বাশার জয়। 

সংবাদ সম্মেলনে বলা হয়, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস মোকাবিলায় সরকারি, বেসরকারি, সামাজিক, সাংস্কৃতিক বিভিন্ন প্রতিষ্ঠানসহ ব্যক্তিগত পর্যায়েও নানা ধরনের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। করোনা মহামারী সংকট মোকাবিলায় আমাদের সকলের নিজস্ব দায়বদ্ধতা থেকেই সচেতন হতে হবে। আর করোনা ভাইরাস মোকাবিলায় সার্বজনীনভাবে মাস্ক ব্যবহার, স্বাস্থ্যবিধি মেনে চলা একান্ত প্রয়োজন। বাংলাদেশ সরকার ইতোমধ্যেই ঘরের বাহিরে মাস্ক ব্যবহারকে বাধ্যতামূলক ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে। সরকারের ঘোষণাকে বাস্তবায়নে সহযোগিতায় রাজনৈতিক ফেলোবৃন্দ ইতোমধ্যেই রাজধানী শহর ঢাকাতে বিভিন্ন জন সচেতনতামূলক কর্মকান্ডে অংশ নিয়েছি।

সোনালীনিউজ/এসআই/এমএএইচ