লোকারণ্য হাতিরঝিল, বালাই নেই স্বাস্থ্যবিধির

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ১৪, ২০২১, ০৭:৪১ পিএম

ঢাকা: মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ রোধে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলো বন্ধ থাকায় ঈদের দিনে হাতিরঝিলে জড়ো হয়েছেন মানুষ।সরকারের সব ধরনের স্বাস্থ্যবিধি উপেক্ষা করে পবিত্র ঈদুল ফিতরের উদযাপনে হাতিরঝিল যেন লোকে লোকারণ্য।

শুক্রবার (১৪ মে) বিকেলে হাতিরঝিল এলাকায় দলে দলে মানুষ ছুটছেন এক প্রান্ত থেকে অপর প্রান্তে।

বিকেল হওয়ার সঙ্গে সঙ্গে রাজধানীবাসীর ঢল নামে হাতিরঝিলে। বিনোদনপ্রেমীরা ঈদ আনন্দ উপভোগ করতে শিশু-কিশোরসহ পরিবারের লোকজন নিয়ে হাজির হয়েছেন হাতিরঝিলে। বিনোদনপ্রেমীদের ঢলে কানায় কানায় পূর্ণ হাতিরঝিল।

এদিকে বিনোদনপ্রেমীদের আগমনকে কেন্দ্র করে হাতিরঝিলের মোড়ে মোড়ে বসেছে চটপটি, ফুচকা থেকে শুরু করে বাচ্চাদের খেলনার ভাসমান দোকান। বিনোদনপ্রেমীরা ফুচকা-চটপটি খাচ্ছেন। বাচ্চারা বাবা-মার কাছে আবদার করছে ভাসমান খেলনার দোকান থেকে খেলনা কিনে দিতে। বাচ্চাদের আবদারে গ্যাস বেলুনসহ নানা রকম খেলনা কিনে দিচ্ছেন বাবা-মা। 

হাতিরঝিল এলাকায় দায়িত্বরত নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা বলেন, মানুষকে জোর করে কিছু বোঝানো যায় না। করোনায় এত মারা যাচ্ছে। করোনা আক্রান্তের সংখ্যা দিনে দিনে বাড়ছে তবুও করোনার ভয় মানুষের মধ্যে কাজ করছে না।

সোনালীনিউজ/আইএ