গুলশানে আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

  • নিজস্ব প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২১, ০১:৩৫ পিএম
আগুন নিয়ন্ত্রণের পর গুলশানের সেই ভবন

ঢাকা :  নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর গুলশান-২ এর পিংক সিটি শপিং মলের পাশে আবাসিক ভবনের আগুন। বুধবার (২৭ অক্টোবর) দুপুর ১২ টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানা গেছে। এর আগে ১১টা ৩৭ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফিউল ইসলাম আগুন নিয়ন্ত্রণে আসার কথা নিশ্চিত করেন।

রাফিউল ইসলাম বলেন, ‘রাজধানীর গুলশান-২ এর ১০৩ নম্বর সড়কের ৩৮ নম্বর বাসার নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।’

তিনি আরও জানান, আগুনের কারণ খুঁজে বের করার চেষ্টা করছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় কেউ হতাহত হওয়ার তথ্য পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।

এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে গুলশান-২ পিংক সিটির পাশের ভবন থেকে হঠাৎ বিকট বিস্ফোরণের শব্দ হয়। এরপরই ধোঁয়া দেখা যায়। সম্ভবত এসি বিস্ফোরণ হতে পারে।

সোনালীনিউজ/এমএএইচ