বিএনপি অফিসের সামনের সড়কে যান চলাচল স্বাভাবিক 

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২২, ০৫:০২ পিএম

ঢাকা: নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) অফিসের সামনের সড়ক খুলে দেয়া হয়েছে। বিকেল ৪ টা থেকে দুই পাশের সড়ক দিয়েই যান চলাচল করেছে।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) ঢাকা মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার মতিঝিল গোলাম রুহানি বিষয়টি নিশ্চিত করেছেন।

বিএনপি কার্যালয়ের সামনে বিকেলে গিয়ে দেখা যায়, দুই পাশের সড়ক দিয়ে যান চলাচল করছে। প্রথম দিকে কিছু রিকশা ও মোটরসাইকেল চলাচল করলেও পরে বাস, সিএনজি চালিত অটোরিকশা, ব্যাক্তিগত গাড়ি, সরকারি কর্মচারীদের বহন করা বাস ও সরকারি পন্য বহনকারী ট্রাকও দেখা গেছে।

এসময় উৎসুক জনতার ভীড় লক্ষ করা গেছে। এসময় সিহাব নামের এক পথচারি জানান, অফিস শেষ করে যাওয়ার সময় দেখে যাচ্ছি এখানের কি অবস্থা। শুনেছি গতকাল অনেক সংঘর্ষ হয়েছে। তাই কিউরিওসিটি (কৌতূহল) থেকে দেখতে আসা। তবে কিছুক্ষণ আগেও এখানে আসতে দেয়নি বলে শুনেছি। 

রিকশা চালক সুজন বলেন, হাউকাউ থাকলে আমাদের সমস্যা। না থাকলে ভালো। তার মতো বহু রিকশা চালক দাঁড়িয়ে বিএনপি অফিসের সামনের অবস্থা দেখছিলেন। তারাও বলেন, সংঘর্ষ না হওয়াই ভালো। এতে কামাইয়ে টান পরে।

সোনালীনিউজ/এলআই/আইএ