মোবাইল কোর্ট

৪৬ জনকে সাড়ে ৪ হাজার টাকা জরিমানা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ২০, ২০১৭, ০৫:০২ পিএম

ঢাকা: ফুটওভার ব্রিজ ব্যবহার না করায় ৪৬ জনের কাছ থেকে ৪ হাজার ৬ শ টাকা জরিমানা আদায় করেছে মোবাইল কোর্ট। বৃহস্পতিবার (২০ জুলাই) বেলা ১১ টায় ডিএমপি ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মশিউর রহমান এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।

ট্রাফিক উত্তর বিভাগের গুলশান ট্রাফিক জোনের আওতাধীন কাকলী ক্রসিং এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।

 এ সময় উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক উত্তর) প্রবীর কুমার রায় পিপিএম, অতিঃ উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক গুলশান) মোহাম্মদ নাজমুল আলম, সহকারী পুলিশ কমিশনার (গুলশান-ট্রাফিক জোন) জুনায়েদ আলম সরকার উপস্থিত ছিলেন। 

ডিসি ট্রাফিক উত্তর প্রবীর কুমার রায় পিপিএম বলেন, ট্রাফিক আইন সর্ম্পকে জনগণকে সচেতন করার লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ। ট্রাফিক উত্তর বিভাগের প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে ভবিষ্যতে মোবাইল কোর্ট কার্যক্রম আরও জোরদার করা হবে। 

সোনালীনিউজ/ঢাকা/জেএ