ঢাবি উপাচার্যের বাসভবন চত্বরে আগুন

  • ঢাবি প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ২১, ২০১৭, ০৩:০২ পিএম

ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের বাসভবন চত্বরে থাকা বিদ্যুৎ সংযোগ বক্সে আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

শুক্রবার (২১ জুলাই) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। বৈদ্যুতিক সর্ট সার্কিটের কারণে আগুন লেগেছে বলে প্রথমিকভাবে জানা যায়।

উপাচার্য বাসভবনের দায়িত্বে থাকা কয়েকজন প্রত্যক্ষদর্শী কর্মচারী জানান, সকাল ৯টার দিকে উপাচার্য স্যারের বাসার ভেতর থাকা বিদ্যুৎ সংযোগ বক্সে হঠাৎ প্রকট শব্দ শোনা যায়। পরে সেখানে আগুন জ্বলতে দেখা যায়।

এসময় বাসভবন প্রাচীরের বাইরে থাকা একটি বৈদ্যুতিক খুটিতে আগুন লাগতে দেখা যায়। বিদ্যুৎ অফিসে ফোন করলে তারা বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয়। সাথে সাথে ফায়ার সার্ভিসকে জানালে তারা দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে ঢাবি প্রক্টর অধ্যাপক এ এম আমজাদ বলেন, বিদ্যুৎ লাগার ঘটনাটি একটি অনাকাঙ্খিত ঘটনা। এতে বড় ধরণের কোন ক্ষয়ক্ষতি হয়নি।  

ঢাবি উপাচার্য বলেন, বিদ্যুৎ সংযোগ বক্সে আকস্মিক আগুন লাগে। পরে ফায়ার সার্ভিস দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণ করে। এতে সংযোগ বক্সটি ছাড়া খুব বেশি ক্ষতি হয়নি।


সোনালীনিউজ/ঢাকা/এনএইচ/আকন