চকবাজারে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ

  • নিউজ ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ২৭, ২০১৭, ১১:১৫ এএম

ঢাকা: রাজধানীর চকবাজার এলাকায় কোস্ট গার্ড অভিযান চালিয়ে প্রায় এক কোটি ৬৮ লাখ ৬০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে। বুধবার (২৬ জুলাই) সকালে চকবাজারের আল সাহানী কমপ্লেক্সের আন্ডার গ্রাউন্ডে কয়েকটি গুদামে অভিযান চালিয়ে এসব অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।

এ অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৌহিদ এলাহী, ঢাকা জেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আলমগীর উপস্থিত থেকে কোস্ট গার্ডের অপারেশান দলকে সার্বিক সহায়তা করেন। এসব কারেন্ট জালের আনুমানিক মূল্য প্রায় ৩৩ কোটি ৭২ লাখ টাকা।

পরবর্তীতে অবৈধ কারেন্ট জাল মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয়। বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনী অবৈধ কারেন্ট জাল ধ্বংসে জিরো টলারেন্স নীতি বহন করে।


সোনালীনিউজ/ঢাকা/আকন