আইসিইউতে ঈদ কাটলো আনিসুল হকের

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০১৭, ১০:০৭ পিএম

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের ঈদুল আজহা কাটল হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ)। লন্ডনের একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন আছেন।

মেয়র আনিসুল হকের একান্ত সচিব মিজানুর রহমান এসব তথ্য জানিয়েছেন।

চিকিৎসাধীন মেয়র আনিসুল হকের জ্ঞান ফিরতে আরও বেশকিছু দিন সময় লাগবে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। ফলে তাকে এখন নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রেখেই চিকিৎসা দেয়া হচ্ছে। এ দিকে গত ২ দিন আগে একবার মেয়রের জ্ঞান ফিরেছিল বলে জানা গেছে।

মিজানুর রহমান বলেন, স্যারের (আনিসুল হকের) রোগটি বিরল। তাই আইসিইউতে রেখেই তার চিকিৎসা চলছে। তবে স্যার অনেকটা ভালো আছেন।

মেয়র আনিসুল হক ‘সেরিব্রাল ভাসকুলাইটিসে’ নামে মস্তিষ্কজনিত রোগে আক্রান্ত হয়ে লন্ডলের একটি হাসপাতেলে চিকিৎসাধীন রয়েছেন। গত ২৯ জুলাই শারীরিক চেকআপ ও পারিবারিক কাজে লন্ডনে যান তিনি। সেখানেই হঠাৎ অসুস্থ বোধ করায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তখন থেকেই তিনি নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে ভর্তি আছেন।


সোনালীনিউজ/ঢাকা/আকন