পৌরসভা আন্দোলনের নতুন কর্মসূচি

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২২, ২০১৭, ০১:৩৭ পিএম

ঢাকা: চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি নতুন কর্মসূচি ঘোষণা করেছে। শুক্রবার (২০ অক্টোবর) রাজধানীর কাকরাইলের আইডিইবি ভবনে এক জরুরি সভায় এই কর্মসূচি ঘোষণা করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি আব্দুল আলিম মোল্যা।

কর্মসূচির মধ্যে রয়েছে অর্ধদিবস, পূর্ণ দিবস, পৌর কর্মচারীদের সন্তানদের মানববন্ধন এবং ঢাকায় মহাসমাবেশ। ৬ নভেম্বর সারাদেশের ৩২৬টি পৌরসভায় এক যোগে অর্ধদিবস এবং ১৩ নভেম্বর পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা হবে। ৩ ডিসেম্বর পৌর কর্মচারিদের সন্তানেরা ঢাকা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও ২৭ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ অনু্ষ্ঠিত হবে।

এ সময় কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল আলিম মোল্যা সারা দেশের সকল পৌর কর্মচারিদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকুন। কেন্দ্রীয় কমিটির ওপর আস্থা রাখুন।দাবি আদায় সময়ের ব্যাপার মাত্র। আমাদের এখনো হতাশ হওয়ার মতো কিছু হয়নি।’

তিনি আরো বলেন, ‘কেন্দ্রীয় কমিটি আপনাদের মুখে হাসি ফোটানোর জন্য কাজ করে যাচ্ছে। কেন্দ্রীয় নেতৃবৃন্দের সহায়তা এবং আপনাদের বলিষ্ঠ ভূমিকায় অবশ্যই কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যাব। আপনারা সবাই এক যোগে কর্মসূচি যথাযথভাবে পালন করবেন।’

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/এইচএআর