শাহজালালে আমদানি নিষিদ্ধ ওষুধ জব্দ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০১৭, ০৮:১১ পিএম

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মো. ইউসুফ (২৯) নামের এক যাত্রীর কাছ থেকে ৭ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ওষুধ জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউজের প্রিভেন্টিভ টিম। সোমবার রাতে(১১ ডিসেম্বর) এ ঘটনা ঘটে।

কাস্টমস হাউজের সহকারি পরিচালক সাইদুল ইসলাম জানান, সোমবার রাত ১০টার দিকে ইত্তিহাদ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (ইওয়াই ২৫৮) মিশর থেকে ঢাকায় পৌঁছান ইউসুফ। গোপন সংবাদ থাকায় তার উপর নজরদারি রাখা হয়। পরে গ্রীন চ্যানেল অতিক্রমের সময় আটক করে তার ব্যাগ স্ক্যান করা হয়।

এরপর ব্যাগ থেকে আমদানী নিষিদ্ধ ওষুধ (ট্যাবলেট ও ইনজেকশন) উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৭ লাখ টাকা। লক্ষীপুরের কমলনগরের বাসিন্দা ইউসুফ পেশায় গার্মেন্টস ব্যবসায়ী।

সাইদুল আরও জানান, আমদানী নীতি আদেশ অনুযায়ী রোগীর ব্যবস্থাপত্র বা ওষুধ প্রশাসনের অনুমতি ছাড়া কোনো ওষুধ আমদানী করা যাবে না। এ ঘটনায় শুল্ক আইন ১৯৬৯ অনুযায়ী ব্যবস্থা নেয়া হয়েছে।

সোনালীনিউজ/আতা