সাত হাজার ঘর পুড়ে থামলো আগুন

  • নিজস্ব প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ১২, ২০১৮, ১০:১২ এএম

ঢাকা: রাজধানীর মিরপুর ১২ নম্বর সেকশনে একটি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৭ হাজার ঘর-বাড়ি পুড়ে ছাই হয়েছে। এ ঘটনায় দগ্ধ এক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মাহফুজুর রহমান জানান, সোমবার ভোর ৪টার দিকে ওই বস্তিতে আগুন লাগে। তাদের ২১টি ইউনিট সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশনস) মেজর শাকিল নেওয়াজ ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, তাদের কাছে যে তথ্য আছে, তাতে ওই বস্তিতে আট হাজারের মত ঘর ছিল। আগুনে তার ৫০ থেকে ৭০ শতাংশই পুড়ে গেছে। 

প্রায় ৭০ বিঘা জমির ওপর ওই বস্তিতে ঢোকার রাস্তাগুলো সংকীর্ণ হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছাতে এবং কাছাকাছি পানির উৎস না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে বলে জানান তিনি।

শাকিল নেওয়াজ জানান, তাৎক্ষণিকভাবে কারো নিহত হওয়ার খবর তারা পাননি। তবে আহত একজন নারীকে ভর্তি করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

সোনালীনিউজ/ঢাকা/এআই