রাজধানীতে বিএনপির ‍বিক্ষোভে পুলিশের বাধা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ২৩, ২০১৮, ০৫:৩০ পিএম

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্তির দাবিতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির বিক্ষোভ মিছিল ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ।

সোমবার (২৩ এপ্রিল) দুপুর ১টা ৫০ মিনিটের দিকে রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে আজাদ প্রোডাক্টের সামনে থেকে বিক্ষোভ শুরু হওয়ার মাত্র পাঁচ মিনিটের মধ্যেই মিছিলটি ছত্রভঙ্গ দেয় পুলিশ। বিক্ষোভ মিছিলটি বিএনপির পূর্বঘোষিত কর্মসূচি ছিল।

এটি প্রথমে মতিঝিলের অগ্রণী ব্যাংকের সামনে থেকে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সেখানে পুলিশের অবস্থানের কারণে স্থান পরিবর্তন করে বায়তুল মোকাররমে করার সিদ্ধান্ত নেয়া হয়। দুপুর দেড়টার দিকে এই স্থানে বিএনপির নেতাকর্মীরা জড়ো হয়ে মিছিল নিয়ে দৈনিক বাংলার দিকে কিছু দূর যেতেই পুলিশি বাধায় বিক্ষোভ বন্ধ হয়ে যায়।

এ সময় পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়তে থাকেন বিএনপি নেতাকর্মীরা। এছাড়া পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে বিএনপি নেতাকর্মীরা। এক পর্যায়ে পুলিশ লাঠিপেটা করে এবং বিএনপির কয়েকজন কর্মীকে আটক করে।

সোনালীনিউজ/এমএইচএম