মিরপুরে গ্যাস লাইন বিস্ফোরণ, দগ্ধ শিশুর মৃত্যু

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ২৫, ২০১৮, ০৯:৪১ এএম

ঢাকা: রাজধানীর মিরপুরে গ্যাস লাইন বিস্ফোরণে দগ্ধ শিশু তানিম মারা গেছে। এ ঘটনায় দগ্ধ হয়ে মৃত শিশুটির মা-বাবা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।

মঙ্গলবার (২৪ এপ্রিল) রাত দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তানিমকে মৃত ঘোষণা করেন।

এর আগে রাত ১১টা ৫৫ মিনিটে মিরপুর ১১ এর ৪ নম্বর রোডের ৪ নম্বর বাড়ির নিচতলায় আফসার উদ্দিনের বাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় সাত মাসের এ শিশু তানিম ও তার মা-বাবা দগ্ধ হন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

দগ্ধ মানিক ওই বাসার নিরাপত্তার দায়িত্ব পালন করতেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহের চণ্ডিপাশায়।

আহতদের স্বজনরা জানান, রাতে নিচতলায় পানির মোটর চালু করার সময় পাশে থাকা ট্যাংকি থেকে গ্যাস বিস্ফোরিত হয়। এতে দগ্ধ হন তারা। হাসপাতালে আনার পর শিশু তানিম মারা গেছে। আহত স্বামী-স্ত্রীকে ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে।


সোনালীনিউজ/ঢাকা/আকন