শাহজালালে সাড়ে ৫ কেজি স্বর্ণসহ আটক ১

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ২৪, ২০১৮, ০৩:৪৩ পিএম

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৫ কেজি ৪৮৭ গ্রাম স্বর্ণের বারসহ লুই কুন হং (৩৩) নামে এক বিদেশি যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর (সিআইআইডি)। জব্দকৃত স্বর্ণের মূল্য প্রায় দুই কোটি ৭৪ লাখ টাকা। শনিবার (২৩ জুন) রাত ১টার দিকে তাকে আটক করা হয়েছে।  

শুল্ক ডিসি মারুফ হোসেন জানান, আটক যাত্রী লুই কুন হং চীনা বংশোদ্ভূত এবং মালয়েশিয়ার নাগরিক। তিনি শনিবার দিবাগত রাতে মালয়েশিয়া থেকে আসা একটি ফ্লাইটে ঢাকা আসেন।

বিমানবন্দরে নামার পর কাউকে কিছু না জানিয়ে গ্রিন চ্যানেল অতিক্রম করে বাইরে বের হওয়ার চেষ্টা করলে তাকে তল্লাশি করে তার জুতার মধ্যে লুকানো অবস্থায় স্বর্ণের বারগুলো পাওয়া যায়। জব্দকৃত পণ্য ও যাত্রীর বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান শুল্ক ডিসি।


সোনালীনিউজ/জেডআরসি/আকন